টেনিসেও ব্রাজিল-আর্জেন্টিনার "সংঘাত"
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ অনেক পুরনো। ফুটবল ম্যাচে মেসি-নেইমারদের সমর্থকদের মারামারি যেন নিয়মিত ব্যাপার। তবে ফুটবলের গন্ডি পেরিয়ে দুই দলের দ্বৈরথ ছড়িয়ে গেছে টেনিস কোর্টেও। চলতি অলিম্পিকের বিভিন্ন ইভেন্টেই দুই দেশের সমর্থকদের একে অপরকে বিদ্রুপ করতে দেখা গেছে। তবে সোমবার এক টেনিস ম্যাচে হাতাহাতিই শুরু করে দিয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনার দুই সমর্থক।
টেনিসের সিঙ্গেলস ইভেন্টে আর্জেন্টাইন টেনিস তারকা হুয়ান মার্টিন দেল পোর্তোর খেলা চলছিল পর্তুগিজ জোয়াও সোওসার বিপক্ষে। খেলার মাঝেই হঠাৎ ঘুষোঘুষি শুরু করে আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই সমর্থক। পরবর্তীতে নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে থামে সেই মারামারি।
খেলায় জোয়াও সোওসাকে ৬-৩, ১-৬, ৬-৩ সেটে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে দেল পোর্তো। তবে ম্যাচের মধ্যে এমন ঘটনায় মর্মাহত হয়েছেন এই আর্জেন্টাইন। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে সেই ক্ষোভ ঝাড়লেন, “আশা করি এমন ঘটনা আগামীতে আর ঘটবে না। কারণ, মানুষ এখানে টেনিস দেখতে আসে। এটা ফুটবল না।”