রেকর্ড গড়ে সিটিতে স্টোনস!
০৯/০৮/২০১৬ঃ
যা কিছু ঘটছেঃ
রেকর্ড গড়ে সিটিতে স্টোনসঃ
নগর প্রতিদ্বন্দ্বী গতকাল বিশ্বরেকর্ড গড়ে দলে ভিড়িয়েছে পল পগবাকে। এর ২৪ ঘন্টা না পেরুতেই ম্যানচেস্টার সিটিও এবারের দলবদলের বাজারে গড়ে ফেলল নতুন রেকর্ড। ৪৭.৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে জন স্টোনসকে এভারটন থেকে নিজেদের করে নিয়েছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ডেভিড লুইজের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আর প্রিমিয়ার লিগের সবচেয়ে দামী ডিফেন্ডার এখন স্টোনস।
জন স্টোনস
অন্যদিকে বার্সেলোনা থেকে ধারে রোমায় যোগ দিয়েছেন থমাস ভারমালিন। দুই মৌসুম আগে বার্সেলোনায় যোগ দিয়ে মাত্র ২১ ম্যাচ খেলা এই ডিফেন্ডারের বার্সেলোনা অধ্যায়টা ইনজুরি জর্জরিত হয়েই থাকল। বার্সেলোনার মতো রিয়াল মাদ্রিদও দল হালকা করছে। যেমনটা শোনা যাচ্ছিল ক'দিন ধরেই- হেসে রদ্রিগেজের নতুন ঠিকানাটা হয়েছে প্যারিসেই। রিয়াল মাদ্রিদ থেকে ৫ বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছেন এই ফরোয়ার্ড।
খেলোয়াড় কেনা বেচার মৌসুমে সিরি আতে কিন্তু চলছে কোচ বদলও! মার্সেলো বিয়েসলার পর মৌসুম শুরুর আগেই ছাটাই হয়েছেন ইন্টার মিলান কোচ রবার্তো মানচিনিও। ইন্টার মিলানের দ্বিতীয় দফায় কাজ করার স্মৃতিটা মোটেই সুখকর হল না সাবেক ম্যানসিটি ম্যানেজারের। মালিকের সাথে বনিবনা না হওয়াতেই ক্লাব ছাড়তে হল মানচিনিকে। ইন্টার ম্যানেজারের শূণ্য পদটা অবশ্য ভরে গেছে এরই মধ্যে। নতুন ম্যানেজার হিসেবে যোগ দিয়েছেন সাবেক আয়াক্স ম্যানেজার ফ্রাংক ডি বোয়ে।
যা কিছু রটছেঃ
রিয়াদ মাহরেজের ওপর চোখ পড়েছে চেলসির! ইংলিশ পত্রিকা ডেইলি স্টার বলছে, চেলসি ম্যানেজার কন্তের সাক্ষাৎকার নিতে ইতালিয়ান এক সাংবাদিক গিয়েছিলেন হোটেলে। সেখানেই নাকি রিয়াদ মাহরেজের সাথেও দেখা হয়ে গেছে ওই সাংবাদিকের। লেস্টার সিটির এই উইঙ্গার কোনো কথা না বললেও, মাহরেজের এজেন্ট নাকি স্বীকার করেছেন তার মক্কেলের ওপর চেলসির আগ্রহের কথা।
মাহরেজের ঘটনার সত্যতা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন থাকলেও, লুকাকুকে ফেরত আনতে চেলসির চেষ্টার কথাটা গোপন আর নেই। তবে বেলজিয়ান এই স্ট্রাইকারের সাথে ৭৫ মিলিয়ন ইউরোর 'ট্যাগ' ঝুলিয়ে রেখেছে এভারটন। অন্যদিকে মানচিনির বিদায়ে ইন্টার অধিনায়ক ইকার্দির ইন্টার মিলানে থাকা না থাকা নিয়েও গুজব ছড়াচ্ছে। ৭৫ মিলিয়ন দিয়ে লুকাকুকে কেনার চেয়ে তাই ইকার্দিকে পেতেই বেশি মনোনিবেশ করছে চেলসি।