• " />

     

    'মারা গিয়েও' বেঁচে আছেন হানিফ মোহাম্মদ

    'মারা গিয়েও' বেঁচে আছেন হানিফ মোহাম্মদ    

    কিংবদন্তী পাকিস্তানি ক্রিকেটার হানিফ মোহাম্মদ মারা গেছেন- এমন খবর কেবলই প্রচার করতে শুরু করেছিল স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমসমূহ। তবে খানিকক্ষণ বাদেই খবর আসে, এখনও বেঁচে আছেন 'লিটল মাস্টার'। তাঁর পরিবারের পক্ষ থেকে এই 'পুনরুজ্জীবন'কে 'অবিশ্বাস্য' বলে মন্তব্য করা হয়েছে।

     

     

    ৮১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার ফুসফুসের ক্যান্সারে ভুগছেন দীর্ঘদিন ধরে। শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় সম্প্রতি তাঁকে করাচির আগা গান বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় গত সপ্তাহ থেকে তিনি কৃত্রিম উপায়ে শ্বাস নিচ্ছিলেন। আজ স্থানীয় সময় দুপুরের দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

     

    সাবেক তারকা ক্রিকেটারের মৃত্যুসংবাদও প্রকাশ হতে শুরু করে গণমাধ্যমগুলোয়। কিন্তু একটু পরই তাঁর ছেলে শোয়েইব মোহাম্মদ জানান যে, হৃদযন্ত্রের ক্রিয়া আপাত ‘বন্ধ’ হয়ে যাওয়ার ছয় মিনিট পর তাঁর বাবার হৃদস্পন্দন আবার ফিরে এসেছে। শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে আর নট আউট থাকতে পারেননি। বিকেলেই চিরতরে অন্যলোকে চলে গেছেন লিটল মাস্টার।

     

    ১৯৫২-১৯৭০ সালের মধ্যে পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট খেলা হানিফ মোহাম্মদ ৪৩.৯৮ গড়ে ৩ হাজার ৯১৫ রানের মালিক। পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে টেস্টের এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটিও (৩৩৭) এখনও পর্যন্ত তাঁর দখলে।