লিগের প্রথম ম্যাচেই নিষিদ্ধ পগবা!
বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় তিনি। লিগের প্রথম ম্যাচেই মাঠে নামবেন, পরের দিনের পত্রিকার শিরোনাম হবেন। এমনটাই হবার কথা ছিল। কিন্তু উল্টো খেলা শুরুর আগে নিষিদ্ধ হয়ে খবরের শিরোনাম হলেন পল পগবা।
গত সপ্তাহে তাঁকে ট্রান্সফার ফি এর নতুন রেকর্ড গড়ে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরো শেষে যুক্তরাষ্ট্রে লম্বা ছুটি কাটানোর পরও অল্প কয়েকদিনের অনুশীলনেই তাঁকে মাঠে নামিয়ে দেবার কথা ভাবছিলেন ম্যানেজার মরিনহো। কিন্তু কার্ড সংক্রান্ত কারনে নিষিদ্ধ হয়ে বোর্ণমাউথের বিপক্ষে রবিবারের ম্যাচে খেলা হচ্ছে না পগবার।
আগামীকাল লিগ শুরুর আগে আজ ইংলিশ এফএর বিজ্ঞপ্তিতে বলা হয়- গত মৌসুমে কোপা ইতালিয়ার ফাইনালে দুই হলুদ কার্ড দেখায় পরের ম্যাচ নিষেধাজ্ঞা ছিল পল পগবার ওপর। কোপা ইতালিয়ার ফাইনালের দ্বিতীয় লেগটি মৌসুম শেষের ম্যাচ হওয়ায় নতুন মৌসুমে বর্তানোর কথা ছিল সেই নিষেধাজ্ঞা।
এ কারনেই নিজের পুরোনো ক্লাবের ফিরে প্রথম ম্যাচেই নিষিদ্ধ হয়ে থাকতে হচ্ছে পগবাকে। ইতালির সেই নিষেধাজ্ঞা বহাল থাকবে ইংল্যান্ডে। ইংলিশ এফের প্রকাশিত এই সপ্তাহের নিষিদ্ধ খেলোয়াড়দের তালিকায় আছেন আরেক ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় ক্রিস স্মলিংও। বাকি দু'জন হলেন লেস্টার সিটির ববার্ট হুথ আর টটেনহ্যামের মুসা ডেম্বেলে।