চাইলে 'না' বলতে পারবেন মরগানরা
ইংল্যান্ড ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর শেষ পর্যন্ত হলেও দলটির যে কোনো সদস্য চাইলে এই সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারবেন- এমন সুযোগ থাকছে ইংল্যান্ডের ক্রিকেটারদের সামনে। গুলশান হামলার প্রেক্ষিতে বাংলাদেশ সফররত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের দু’জন কর্মকর্তার দেয়া প্রতিবেদনের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানাচ্ছে ব্রিটিশ গণমাধ্যমগুলো।
ইসিবি’র নিরাপত্তা পরামর্শক রেগ ডিকাসন ও ক্রিকেট অপারেশনস পরিচালক জন কার ওই সফরকে উপলক্ষ করে তদন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বর্তমানে বাংলাদেশে রয়েছেন। তাঁদের দু’জনের দেয়া প্রতিবেদনের ভিত্তিতে ইসিবি তাঁদের কোনো খেলোয়াড়কে এই সফরে যেতে বাধ্য করবে না বলেই আপাতত সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ব্রিটেনের পররাষ্ট্র অধিদপ্তর থেকে দেয়া এক বার্তায় ‘বিশ্বজুড়ে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে’ এমন মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।
বাংলাদেশ সফর থেকে কেউ নাম প্রত্যাহার করে নিলেও পরবর্তী ভারত সফরের দল বিবেচনায় সেটা কোনো প্রভাব ফেলবে না বলেই ইসিবির তরফে জানানো হচ্ছে। আর শেষ পর্যন্ত বাংলাদেশ সফর বাতিল হলে ইংল্যান্ড দলের ভারত সফর এগিয়ে আনার কথাও ভাবা হচ্ছে।
২ টেস্ট আর ৩ ওয়ানডে খেলার জন্য সেপ্টেম্বরের শেষ নাগাদ বাংলাদেশে আসার কথা মরগ্যানদের। গুলশান হামলার পর সে সফর অনেকটাই অনিশ্চিত হয়ে গেলেও সম্প্রতি আবার আশার আলো দেখা দেয়। তবে ইসিবির এমন সিদ্ধান্ত আবার বড় এক ধাক্কা হয়েই এলো। এর আগে নিরপক্ষে ভেন্যুতে সিরিজটি খেলার সম্ভাবনা নাকচ করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে পরে ইসিবি অবশ্য খেলোয়াড়দের সঙ্গে এমন কোনো আলোচনার কথা 'অস্বীকার'ই করেছে। সবকিছুর জন্য তাই অপেক্ষাই করতে হচ্ছে!