খেলোয়াড়দের সঙ্গে আলোচনা হয় নি ইসিবির!
চাইলে বাংলাদেশ সফরে আসতে অপরাগতা প্রকাশ করতে পারবেন ইংলিশ ক্রিকেটাররা- এমন শিরোনামে গতকাল রাত থেকে খবর প্রকাশ করতে শুরু করেছিল প্রথম সারির একাধিক ব্রিটিশ গণমাধ্যম। তবে দ্য গার্ডিয়ান, ডেইলি মেইলসহ বিভিন্ন সংবাদপত্রের অনলাইন সংস্করণে আসা এমন তথ্য অস্বীকার করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত তাঁরা নেয় নি। এ ব্যাপারে খেলোয়াড়দের সাথেও কোনো ধরণের আলোচনা হয় নি।
ইংল্যান্ড দলের সহকারী কোচ পল ফারব্রেস এমন খবরে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন, “বাংলাদেশে যাওয়া-না যাওয়ার সিদ্ধান্ত খেলোয়াড়দের হাতে ছেড়ে দেয়ার ব্যাপারে এখনও কোনো আলোচনাই হয় নি। কিছু আগে টেস্ট আর ওয়ানডে স্কোয়াড নিয়ে আমরা কথা বলেছি, তবে বাংলাদেশ প্রসঙ্গে আমাদের নিরাপত্তা পর্যবেক্ষক দল চূড়ান্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত আমরা কোনো ধরণের মন্তব্য করবো না। সুতরাং নিরাপত্তা দল ফিরে না আসা পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসার সুযোগই নেই।”
এর আগে গত রাতে প্রকাশিত খবরগুলোয় বলা হয়, ইংল্যান্ড দলের আসন্ন বাংলাদেশ ও ভারত সফরের নিরাপত্তা ইস্যু খতিয়ে দেখতে বর্তমানে এই দুটি দেশ সফরে রয়েছে ইসিবির একটি বিশেষ দল। সেই দলের দেয়া প্রতিবেদনের ভিত্তিতেই ইসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে দাবী করা হয়। তবে ইসিবি সূত্রে জানা গেছে, দলটি এখনও ভারত সফরে আছে এবং বাংলাদেশে এসে পৌঁছয় নি। বাংলাদেশ ঘুরে যাওয়ার পর তাঁদের দেয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
পল ফারব্রেস, যিনি ২০০৯ সালে পাকিস্তান সফরকালে সন্ত্রাসী হামলায় আক্রান্ত শ্রীলংকা দলের কোচ ছিলেন এবং আক্রান্ত বাসটিতেও ছিলেন, তিনিই বলছেন একটা দেশে সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ নয়, “অন্য দলগুলো যে এখন পাকিস্তান যাচ্ছে না সেটা একরকম লজ্জার ব্যাপারই। একটা দেশের জন্য এমন সিদ্ধান্ত নেওয়াটা খুব বড় একটা ব্যাপার। বাংলাদেশ তো আমাদের পথ চেয়ে বসে আছে।”
২টি টেস্ট ও ৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে আগামী মাসের শেষ নাগাদ বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। কিন্তু সম্প্রতি ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় বেশ ক’জন বিদেশীসহ মোট ২৯ জন নিহত হওয়ার ঘটনায় ইংল্যান্ড দলের ওই সফর অনেকটাই অনিশ্চয়তার মুখে পড়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে নিরপক্ষে ভেন্যুতে সিরিজটি খেলার সম্ভাবনা ইতোমধ্যেই নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।