• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ইউনাইটেডে ইব্রাকাড্যাব্রা

    ইউনাইটেডে ইব্রাকাড্যাব্রা    

    ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লিগের শুরুটাও দারুণ হল হোসে মরিনহোর। বোর্নমাউথকে তাঁদের মাঠেই ৩-১ গোলে হারিয়ে নতুন মৌসুম শুরু করেছে ইউনাইটেড, গোল করেছেন মাতা, রুনি ও ইব্রাহিমোভিচ।

    হুয়ান মাতার প্রথম একাদশে থাকাই ছিল চমকের। এই মৌসুমে যোগ দেয়া হেনরিক মিখতিরিয়ানকে বসিয়ে মাতাকেই মাঠে নামিয়ে দেন মরিনহো। কোচের বিশ্বাসের প্রতিদান দিতেও সময় নেননি মাতা। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মরিনহো আমলের সূচনা হল হুয়ান মাতার গোলেই। প্রথমার্ধ শেষের মিনিট পাঁচেক বাকি থাকতে ম্যানচেস্টার ইউনাইটেডকে লিড এনে দেন এই স্প্যানিয়ার্ড। বোর্নমাউথের ফ্রান্সিসের দেয়া এক ভুল ব্যাক পাস থেকে বল নিয়ে গোল করেন মাতা।



    দ্বিতীয়ার্ধে পুরোপুরি ম্যাচের আধিপত্য নিয়ে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করে রেড ডেভিলরা। ম্যাচে লিড দ্বিগুণ করতে অবশ্য বেশীক্ষণ অপেক্ষা করতে হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডকে। ৫৮ মিনিটে ডান প্রান্ত দিয়ে দিয়ে অ্যান্টোনিও ভ্যালেন্সিয়ার ক্রস থেকে মারশিয়ালের করা ব্যর্থ ভলিতে বল পেয়ে যান ওয়েইন রুনি। হেড থেকে গোল করে ম্যান ইউনাইটেডকে ২-০ গোলে এগিয়ে দেন রেড ডেভিল ক্যাপ্টেন।  প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি অ্যাওয়ে গোলের অ্যালান শিয়ারারের (৮৭) রেকর্ডটিও ছুঁয়েছেন ইউনাইটেডের 'নাম্বার টেন' এই ম্যাচেই।   

    এরপরই কিছুটা ছন্নছাড়া হয়ে যায় বোর্নমাউথ। ৬৪ মিনিটে ২৫ গজ দূর থেকে মাটি কামড়ানো শটে বোর্নমাউথ গোলরক্ষক বরুসকে বোকা বানিয়ে গোল করে ইব্রাহিমোভিচ। এর আগেই অবশ্য প্রিমিয়ার লিগের প্রথম গোলের দেখা পেয়ে যেতে পারতেন ইব্রাহিমোভিচ। ডি বক্সের বাইরে থেকে নেয়া সুইডিশ তারকার জোরালো  ফ্রি কিক বোর্নমাউথ গোলরক্ষক ঠেকিয়ে না দিলে ব্যবধানটা আরও বাড়তে পারত। 

    ৩-০ গোলের লিডটা অবশ্য শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি ম্যান ইউনাইটেড। ইব্রার গোলের মিনিট পাঁচেক পরেই এক গোল শোধ দিয়ে দেন বোর্নমাউথের স্মিথ।