ক্লার্কের ফেরার অপেক্ষা
ঘরের মাঠের বিশ্বকাপ, এক আসর বাদেই পঞ্চম শিরোপার স্বাদ পাবার হাতছানি, অব্যাহত জয়ে দুর্দান্ত ফর্মে গোটা দল... এমন একটা সময়ে খোদ অধিনায়ক যদি চোটের কারনে অনিশ্চিত হয়ে পড়েন তবে তাঁকে নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা চরমে থাকাটাই স্বাভাবিক। মাইকেল ক্লার্কের বেলায়ও তার ব্যতিক্রম হচ্ছে না। সার্জারির টেবিল ছেড়ে তাই যখন প্রথমবার মাঠে ফিরলেন, হোক সেটা বাংলাদেশের মতো দলের বিপক্ষে বোর্ড একাদশের হয়ে...অসি অধিনায়কের অবস্থার উন্নতি নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি সাধারণ ক্রিকেটপ্রেমীদের আগ্রহটাও ছিল চোখে পড়ার মতোই।
বাংলাদেশের মাত্র ১৯৩ রানে অলআউট হয়ে যাওয়া ম্যাচটিতে বল হাতে দু’ ওভার করার পাশাপাশি স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করে ক্যাচও নিয়েছেন একটি, আর ব্যাট হাতে ৩৪ রান। ক্লার্ক কি সন্তুষ্ট নিজের নৈপুণ্যে? “আরও কিছু রান করতে পারতাম। তবে যা করেছি মন্দ নয়। সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে আমি প্রায় ৩২ ওভারের মতো ফিল্ডিং করেছি। এটা ইতিবাচক। সামনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম।”
তবে কি ১৪ ফেব্রুয়ারির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তাঁকে দেখা যেতে পারে? ক্লার্ক সিদ্ধান্ত নেবার ভারটা ছেড়ে দিচ্ছেন চিকিৎসকদের হাতেই, “আমি তো যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে নিজেকে প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে চূড়ান্ত সিদ্ধান্তটা বিশেষজ্ঞরাই নেবেন।”
ব্যক্তিগত কোন প্রত্যাশা? “আমার বর্তমান অবস্থা আর এক সপ্তাহ পর ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচটির মাঝে বেশ বড় একটা দূরত্ব রয়ে গেছে। আশার কথা হচ্ছে সেটুকু ঘোচানোর জন্য আমি যথেষ্ট সময় পাচ্ছি।”
রবিবার ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে অংশ না নিলেও বুধবার আরব আমিরাতের বিপক্ষে তাঁর মাঠে নামার কথা রয়েছে।