• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কন্তে-যুগের শুরু জয় দিয়েই

    কন্তে-যুগের শুরু জয় দিয়েই    

    শেষ বাঁশি বাজার পর স্ট্যামফোর্ড ব্রিজের দর্শকদের দিকে এগিয়ে গেলেন আন্তোনিও কন্তে। তাঁর অধীনে প্রথম ম্যাচেই জয়ের মুখ দেখল আগের মৌসুমে ধুঁকতে থাকা চেলসি, দর্শকরাও বুকে টেনে আপন করে নিল কন্তেকে। গতকাল ডিয়েগো কস্তার শেষ মুহূর্তের গোলে নিজেদের মাঠে ওয়েস্ট হ্যামকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের শুভ সূচনা করেছে চেলসি।  

     

    রোমান আব্রামোভিচের কোচ বদলানোর অভ্যাসটা পুরনো। চেলসির ‘আব্রামোভিচ যুগের’  দশম স্থায়ী কোচ হিসাবে কন্তের সামনে চ্যালেঞ্জটাও ছিল বেশি। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় চেলসি, গোল করেন ইডেন হ্যাজার্ড। জয়ের সুবাস পেতে থাকা চেলসিকে চমকে দেয় প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় জেমস কলিন্স। ৭৮ মিনিটে তাঁর সমতাসূচক গোলের পর মনে হচ্ছিল ম্যাচটা ড্রয়ের দিকেই আগাচ্ছে।

     

     

    কিন্তু তখনি দৃশ্যপটে আগমন ডিয়েগো কস্তার। ম্যাচের শুরুতেই একটা হলুদ কার্ড দেখেছিলেন। বাজে একটা ফাউলের জন্য এমনকি লাল কার্ডও দেখতে পারতেন। শেষ পর্যন্ত বিতর্কিত এই স্ট্রাইকারের ৮৯ মিনিটে করা দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করে কন্তের দল। নিজের খেলোয়াড়দের নিয়ে খুশি কন্তে, “আমি আমার খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট। আমাদের আরও উন্নতির সুযোগ রয়েছে। সামনের ম্যাচগুলোতে আশা করি আরও ভাল খেলতে পারব।”


    আগামী ২০ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়াটফোর্ডের মুখোমুখি হবে চেলসি।