• রিও ২০১৬
  • " />

     

    ক্রিকেটার যখন অলিম্পিক বিজয়ী

    ক্রিকেটার যখন অলিম্পিক বিজয়ী    

    ‘প্রোটিয়ান’ বলে অভিধানে থাকা ইংরেজী শব্দটার একরকম বাংলা অর্থ হয়, ‘সব্যসাচী’। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের ‘প্রোটিয়াস’ নামের উৎস অবশ্য ভিন্ন। তবে সাদৃশ্য চাইলে আপনি খুঁজতেই পারেন! ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের ফুটবল, হকি, রাগবিসহ বহু খেলায় পারদর্শিতার গল্প পুরনো। নতুন খবর হয়ে এবার অলিম্পিকে রৌপ্য পদক জিতে গেছেন দ. আফ্রিকার সাবেক এক প্রমীলা ক্রিকেটার। প্রোটিয়াদের প্রমীলা দলের সাবেক অল-রাউন্ডার সুনেট ভিলোয়েন মেয়েদের জ্যাভেলিন থ্রোতে (বর্শা নিক্ষেপ) এই পদক জেতেন।

     

     

    ৩৩ বছর বয়সী ভিলোয়েন ৬৪.৯২ মিটার রেকর্ড নিয়ে ক্রোয়েশিয়ার সারা কোলাকের (৬৬.১৮) পর দ্বিতীয় অবস্থানে থেকে ইভেন্ট শেষ করেন। তবে ভিলোয়েনের প্রথম অলিম্পিক পদকটা আসতে পারত গত আসরেই। সেবার জার্মানির লিন্ডা স্থালের কাছে অল্পের জন্য ব্রোঞ্জটা হারান তিনি। ভিলোয়েনের এই পদক নিয়ে এ পর্যন্ত দ. আফ্রিকার প্রাপ্ত পদকসংখ্যা ৯। একটি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ নিয়ে দলগতভাবে দেশটি আছে ৩৪তম অবস্থানে।

    ক্রিকেট ক্যারিয়ারে ভিলোয়েন একমাত্র টেস্টটি খেলেন ২০০২ সালে, ভারতের বিপক্ষে। সে ম্যাচের দু’ ইনিংসে তাঁর রান ১৭ ও ৭১। ২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডে খেলেছেন ১৭টি, ১৬৬ রানের সাথে সেখানে আছে তাঁর ৫টি উইকেটও।