• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    পগবার অভিষেকে নায়ক ইব্রা

    পগবার অভিষেকে নায়ক ইব্রা    

    পগবা ফিরছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। হোসে মরিনহোর ওল্ড ট্রাফোর্ড অধ্যায়েরও সূচনা। সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচটা অনেক কারণেই স্মরণীয় হয়ে থাকতে পারত। তবে সব আলো কেড়ে নিলেন ইব্রাহিমোভিচ একাই। সুইডিশ এই স্ট্রাইকারের জোড়া গোলে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

    ইতালিয়ান, স্প্যানিশ, ফ্রেঞ্চ লিগের পর প্রিমিয়ার লিগও কাঁপিয়ে যাচ্ছেন ইব্রা! লিগের প্রথম দুই ম্যাচে এরই মধ্যে করে ফেলেছেন তিন গোল। মৌসুম শুরুর কমিউনিটি শিল্ডের শিরোপাটাও ম্যানচেস্টার ইউনাইটেডকে এনে দিয়েছিলেন ইব্রাহিমোভিচই! পগবা, মিখতিরিয়ানদের মতো নামী দামী খেলোয়াড় দলে আনলেও ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের প্রত্যাশাটা বোধ হয় সবচেয়ে বেশি ছিল ইব্রার কাছেই। তারই প্রতিদান দিয়ে চলেছেন ইব্রাহিমোভিচ!

    ম্যাচের ৩৬ মিনিটে রুনির ক্রসে শক্তিশালী এক হেডে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন সুইডিশ এই স্ট্রাইকার। এরপর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন । এরপর অ্যান্থনি মার্শিয়াল গোল করার গোটা দুই সহজ সুযোগ নষ্ট না করলে সাউদাম্পটনকে বড় হার নিয়েই ফিরতে হতো। সেক্ষেত্রে কিছু অবদান অবশ্য দিতে হবে সাউদাম্পটন ডিফেন্ডারদেরও। ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এসে এদিনই প্রথম মাঠে নেমেছিলেন পল পগবাও। খেলেছেন পুরো ৯০ মিনিটও। মরিনহোর ৪-২-৩-১ ফর্মেশনে মানিয়ে নিতে যে খুব একটা অসুবিধা হবে না বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়ের তেমন ইঙ্গিতও দিয়েছেন নিজের খেলায়।