• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    লেস্টারের পেনাল্টি আক্ষেপ!

    লেস্টারের পেনাল্টি আক্ষেপ!    

    গত মৌসুমের প্রিমিয়ার লিগ জয়ী লেস্টার সিটি আর দ্বিতীয় হওয়া আর্সেনালের ম্যাচটা উত্তাপ ছড়ানোরই কথা ছিল। কিন্তু ঘটল উল্টোটা। অনেকটা ম্যাড়মেড়ে ড্র-তেই  শেষ হল ম্যাচ। গোলশূন্য ড্র ম্যাচ নিয়ে অবশ্য আক্ষেপটা একটু বেশিই থাকতে পারে লেস্টার সিটি সমর্থকদের। 
     
    ম্যাচের প্রায় শেষ দিকে রেফারির বিতর্কিত এক সিদ্ধান্তে পেনাল্টি না পাওয়ায় নিজেদের দুর্ভাগা মনে করতেই পারে লেস্টার সিটি।
    ৮৮ মিনিটে লেস্টার সিটি স্ট্রাইকার আহমেদ মুসাকে ডি-বক্সে আর্সেনাল ডিফেন্ডার পেছন বেয়ারিন পেছন থেকে ধাক্কা দিলে পেনাল্টি পেয়ে যেতে পারত ফক্সরা। টিভি রিপ্লেতেও লেস্টারের পেনাল্টি আবেদনটা ন্যায্যই মনে হচ্ছিল। কিন্তু রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ ছিলেন নিজ সিদ্ধান্তে অনড়। 

    ওই এক পেনাল্টি আবেদন ছাড়া ম্যাচে বলার মতো ঘটনা হয়েছে কমই। শেষের দিকে লেস্টার সিটির বেশ কয়েকটি আক্রমণই যা উত্তেজনা ছড়িয়েছে ম্যাচে। লেস্টার সিটির আগের মৌসুমে হারা তিন ম্যাচের মধ্যে  দু'টিই ছিল আর্সেনালের বিপক্ষে। এই ম্যাচে গোলশূন্য ড্র-তে তাই খুব বেশি হতাশ হবার কথা র‍্যানিয়েরির।

    অন্যদিকে প্রিমিয়ার লিগে আগের ম্যাচে আর্সেনালকে ৪-৩ গোলে হারিয়ে দুর্দান্ত এক সূচনা করা লিভারপুল হেরে গেছে বার্নলির কাছে! স্যাম ভোকস (২) আর আন্দ্রে গ্রে এর (৩৭) গোলে লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এই মৌসুমে প্রিমিয়ার লিগে উঠে আসা বার্নলি!

    ক্লপ না পারলেও আন্তোনিও কন্তের চেলসি কিন্তু ঠিকই পুনরাবৃত্তি ঘটিয়েছে আগের সপ্তাহের! এবারই কন্তের ত্রাণকর্তা সেই ডিয়েগো কস্তাই। ওয়াটফোর্ডের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেয়েছে চেলসি।  ৫৫ মিনিটে ওয়াটফোর্ডের কাপুর গোলে পিছিয়ে পড়ার পর ৮০ মিনিটে চেলসিকে সমতায় ফেরান বাতশুয়াই। এরপর ম্যাচ শেষের
    ৩ মিনিট বাকি থাকতে গোল করে চেলসিকে জয় এনে দেন ডিয়েগো কস্তা।