• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    মরগান বললেন, ব্যাটের সাইজ নিয়ে তর্ক 'হাস্যকর'

    মরগান বললেন, ব্যাটের সাইজ নিয়ে তর্ক 'হাস্যকর'    

    এক সাক্ষাৎকার দিয়েই ক্রিকেট অঙ্গনে আলোচনার ঝড় তুলে বসেছেন খেলাটির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। ক্রিকেটটা ক্রমেই ব্যাটসম্যানদের আধিপত্যের পরিবেশনা হয়ে যাচ্ছে- এহেন অভিযোগ তুলে ডেভের বাতলে দেয়া সমাধানসমূহের অন্যতম হচ্ছে ব্যাটের আকার কমানো। এ নিয়ে ইতোমধ্যেই ব্যক্তিগত উষ্মা প্রকাশ করেছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। সে তালিকায় এবার যোগ দিলেন বিশ্বকাপগামী ইংল্যান্ড দলের অধিনায়ক এউইন মরগানও।

     

    একদিনের আন্তর্জাতিক ম্যাচে এবি ডি ভিলিয়ারসের ৩১ বলে শতক, রোহিত শর্মার ২৬৪ রান...দিনকে দিন বড় বেশী মারমার, কাটকাট দ্বৈরথের রূপ নিচ্ছে ক্রিকেট- এমনটা স্বীকার করলেও তার কারণ হিসেবে ব্যাটের ‘সাইজ’কে কাঠগড়ায় দাঁড় করানোর বিষয়টা অবান্তর ঠেকছে ইংলিশ ক্যাপ্টেনের কাছে, “এটা হাস্যকর, একেবারেই হাস্যকর”।

     

     

    তাহলে ব্যাটসম্যানদের অমন পোয়াবারোর কারণ? মরগান আঙ্গুল তুলছেন বোলিং-ফিল্ডিংয়ের কিছু বাধ্যবাধকতার দিকেই, “এক ইনিংসে দুটো নতুন বল ব্যবহার করা হচ্ছে। একটা বল ২৫ ওভারের বেশী পুরনো হচ্ছে না। সংগতকারণেই ব্যাটসম্যানেরা সুবিধে পাচ্ছে। পাশাপাশি চারজনের বেশী ফিল্ডারকে ৩০ গজের বৃত্তের বাইরে রাখা যাচ্ছে না। ফলে আপনাকে একজন অতিরিক্ত ফিল্ডার বৃত্তের মধ্যে রাখতে হচ্ছে।”

     

    বর্তমানে ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থের সুনির্দিষ্ট মাপ থাকলেও গভীরতার বিষয়ে তেমন কিছু নেই। অভিযোগ রয়েছে আইনের এই ফাঁকটুকু ব্যবহার করে প্রস্তুতকারীরা ব্যাটসম্যানদের সুবিধেমত ব্যাটের ‘সুইট স্পট’-এর গভীরতা বাড়িয়ে দিচ্ছেন।

     

    সম্প্রতি বিশেষজ্ঞদের দেয়া এক প্রতিবেদন অনুসারে আধুনিক ব্যাটগুলোর কিনারা দিয়ে পুরুত্ব ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে কথিত ‘সুইট স্পট’-এর পরিমাণ বেড়ে গেছে দুই থেকে আড়াই গুণ।