• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কস্তায় সমস্যা দেখছেন না কন্তে

    কস্তায় সমস্যা দেখছেন না কন্তে    

    কখনো প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড় দেয়ার ঘটনা, ইচ্ছা করে ডাইভ দিয়ে পেনাল্টি আদায় বা প্রতিপক্ষকে উসকে দিয়ে লাল কার্ড দেখানো। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য বিভিন্ন সময়েই খবরের শিরোনাম হয়েছেন চেলসি স্ট্রাইকার ডিয়েগো কস্তা। কিন্তু চেলসির নতুন কোচ আন্তোনিও কন্তে কস্তার এসব ব্যাপার একদমই বড় করে দেখছেন না।

     

    নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচেই দেখেছেন হলুদ কার্ড, শঙ্কা ছিল লাল কার্ড দেখে মাঠের বাইরে যাওয়ারও। তাঁর এরকম আচরণ চিন্তায় ফেলেছে ভক্তদের মাঝে, হচ্ছে সমালোচনাও। প্রতিপক্ষ খেলোয়াড়, ভক্তদের দুয়োধ্বনি তো প্রায়শই শুনতে হয় তাঁকে।

     

    তবে এর মাঝেও কন্তের পূর্ণ সমর্থন পাচ্ছেন কস্তা, “আমি বুঝিনা কেন সবাই ওকে নিয়ে এরকম কথাবার্তা বলে।” কিন্তু একই সাথে কস্তাকে কিছু উপদেশও দিয়েছেন এই ইতালিয়ান, “ডিয়েগোর উচিত ম্যাচে মনোযোগ দেয়া। এটাই তাঁর জন্য ভাল হবে, কারণ ম্যাচে মনোযোগ দেয়াই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি চাই সে অন্যকিছু না ভেবে মাঠে নামবে এবং গোল করবে।”

     

    কস্তার কাণ্ড অনেক সময়ই দলকে বিপদে ফেলে দেয়। এই ব্যাপারেও তাঁর সাথে কথা বলেছেন কন্তে, “আমি ওর সাথে কথা বলেছি। আসলে দল, ভক্ত এবং তাঁর নিজের জন্যই এসব ক্ষতিকর। ইংলিশ  লিগের জন্য তাঁকে একটু বদলাতে হবে।আমি সবসময়ই খেলোয়াড়দের সাথে কথা বলি। এসব কথোপকথন আমাদের মাঝেই সীমাবদ্ধ থাকে।”

     

    নিজের দলের সেরা স্ট্রাইকারের কাছ থেকে সামনে আরও দায়িত্বশীল আচরণের আশা করতেই পারেন কন্তে। আগামী ২৭ আগস্ট বার্নলির মুখোমুখি হবে চেলসি।