স্পেনে বা ইতালিতে যেতে পারতেন মরিনহো
লুই ভ্যান গালের স্থলাভিষিক্ত হয়ে প্রিমিয়ার লিগে ফিরেছেন হোসে মরিনহো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মৌসুমের শুরুতেই কমিউনিটি শিল্ডের শিরোপাও তুলেছেন ঘরে। লিগের প্রথম ম্যাচেও দল দারুণ খেলে পেয়েছে কাঙ্ক্ষিত জয়। কিন্তু এসবের কিছুই হবার কথা ছিল না, কারণ ইংল্যান্ডে না এসে তিনি যেতে পারতেন ইতালি অথবা স্পেনে। রিয়াল ও ইন্টার মিলানের হয়ে এই দুই দেশে আগেই ডাগআউটে ছিলেন, কিন্তু এবার গন্তব্য কোথায় হতে পারত সেটা নির্দিষ্ট করে বলেননি।
গতকাল ইতালিয়ান এক পত্রিকাকে এক সাক্ষাৎকারে নিজের নতুন কোচিং ক্যারিয়ারের ব্যাপারে কথা বলেন মরিনহো। ওল্ড ট্রাফোর্ডে আসতে পেরে আনন্দিত এই পর্তুগিজ, “আমি ইতালি অথবা স্পেনেই যেতে পারতাম। কিন্তু প্রিমিয়ার লিগ সবার চেয়ে আলাদা, এখানে কোচিং করাতে পারা আসলেই অন্যরকম একটা অনুভূতি।”
নিজের কোচিং ক্যারিয়ারে বিভিন্ন দেশের ক্লাবের সাথে কাজ করেছেন এই অভিজ্ঞ কোচ। অন্য লিগগুলোর চেয়ে প্রিমিয়ার লিগের পার্থক্যের কথাও বলেছেন, “এখানে সব ক্লাবই ভাল করতে চায়। অন্য লিগে হাতে গোনা কিছু ক্লাবের সাফল্যই দেখতে পাবেন আপনি।”
.লিগের সব ম্যাচ হয়তো জেতা সম্ভব হবেনা, কিন্তু সব ম্যাচে ভাল খেলাই তাঁর লক্ষ্য, “ সব ম্যাচ জিততে চাওয়াটা আসলে বোকামি, অসম্ভব! ধীরে ধীরে ভাল অবস্থানে যেতে হবে।”