• সিরি আ
  • " />

     

    কেউ নিতে চাইছে না বালোতেল্লিকে

    কেউ নিতে চাইছে না বালোতেল্লিকে    

    গত মৌসুমে ধারে ছিলেন এসি মিলানে। এবার সে ভাগ্যও বোধহয় হচ্ছে না তাঁর। লিভারপুলে তো দৃশ্যত তাঁর প্রয়োজন ফুরিয়েছে আরও আগেই। ‘বিক্রির জন্য’ সাইনবোর্ড গলায় ঝুললেও সেভাবে আগ্রহ দেখাচ্ছে না কেউ। শেষ পর্যন্ত বোলগনায় ভিড়তে পারেন মারিও বালোতেল্লি, এমন গুঞ্জন উঠেছিল। তবে ইতালিয়ান ক্লাবটির চেয়ারম্যান বলছেন, কেবল ‘বিজ্ঞাপন’-এর জন্য কোনো খেলোয়াড় কিনবেন না তাঁরা।

     

     

    এর আগে আরও দুটি সিরি আ ক্লাবে তাঁর যাওয়ার গুঞ্জন শোনা গেলেও কথাবার্তা এরপর আর এগোয় নি। এবার বোলগনা প্রধান জোয়ে সাপুতোর মন্তব্যে আরও অনিশ্চিত বালোতেল্লির ভবিষ্যৎ, “আপনি তো শুধু প্রচার-প্রচারণার জন্য একজন খেলোয়াড় কিনতে পারেন না।”

    তবে সাপুতো বালোতেল্লিকে দলে ভেড়ানোর ব্যাপারটা একেবারে উড়িয়ে দিচ্ছেন না, “এটা আমাদের ক্লাব কর্তৃপক্ষ আর কোচই ভেবে দেখবে। আমি ব্যাপারটা তাঁদের হাতে ছেড়ে দিয়েছি। তাঁরা যদি মনে করে সে আমাদের সত্যিকার অর্থেই কিছু দিতে পারবে, তাহলে একটা চুক্তি হতেই পারে।”

    এছাড়া লাজিওর তরফেও গত সপ্তাহে আগ্রহ দেখানো হলেও শেষ পর্যন্ত তাঁরা অ্যালেসিও সার্সিকে দলে ভিড়িয়ে এ মৌসুমের দলবদল অধ্যায় শেষ করেছেন বলে জানিয়েছেন।