• ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    ইংল্যান্ড বাংলাদেশে আসছে

    ইংল্যান্ড বাংলাদেশে আসছে    

    নির্ধারিত সময়েই বাংলাদেশে আসছে ইংল্যান্ড। আজ সন্ধ্যায় অ্যালিস্টার কুকদের সঙ্গে বাংলাদেশ সফরের ভবিষ্যত নিয়ে আলোচনায় বসেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি। এর পরেই নিশ্চিত হয়েছে, আগামী সেপ্টেম্বরেই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। কয়েক দিন আগেই বাংলাদেশ ঘুরে গিয়েছিল ইসিবির নিরাপত্তা দল। দেশে ফিরে তাদের প্রতিবেদনের পরেই বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা কেটেছে । 

    গত জুলাইয়ে গুলশানের হলি আর্টিজানে হামলার পরেই প্রশ্ন উঠে গিয়েছিল ইংল্যান্ডের সফর নিয়ে। বাংলাদেশে ভ্রমণ নিরাপদ কি না, সেটা যাচাই করতে কদিন আগেই রেগ ডিকাসনের নেতৃত্বে ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল এসেছিল বাংলাদেশে। এর পরেই জানা গিয়েছিল, তারা স্টেডিয়াম বা হোটেল নিয়ে সন্তুষ্ট হলেও পথের নিরাপত্তা নিয়ে এখনো সংশয় আছে তাদের। এর মধ্যে ইংলিশ ওয়ানডে অধিনায়ক এউইন মরগান জানালেন, বাংলাদেশে যাওয়ার জন্য কোনো খেলোয়াড়কে জোর করবে না ইসিবি।

    এই পরিস্থিতিতে সফরের ভবিষ্যত নিয়ে প্রশ্নই উঠে গিয়েছিল। শেষ পর্যন্ত ইসিবির পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউসের কথায় সে সংশয় কাটল, "ইংল্যান্ডের বাংলাদেশ সফর পরিকল্পনা অনুযায়ীই হবে। খেলোয়াড়দের নিরাপত্তা সবসময়ই আগে। আমরা ঝুঁকির খুঁটিনাটি খতিয়ে দেখেছি, বর্তমান পরিস্থিতি ভালোমতো তলিয়ে দেখেছি। "

    " আজ আমরা খেলোয়াড় ও ম্যানেজমেন্টের সঙ্গে একটা মুক্ত আলোচনায় অংশ নিয়েছি। তারা অনেক প্রশ্ন করেছে, আরও অনেক প্রশ্নই তারা করবে, সবকিছু পরিষ্কার হতে চাইবে- এটা আমরা বুঝি। এই গ্রীষ্মের পরেই এই সফরের জন্য দল ঘোষণা করা হবে। "

    ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের আসার কথা ইংল্যান্ডের। তিনটি প্রস্তুতি ম্যাচ, তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলার কথা তাদের।