• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    এগিয়ে গিয়েও লিভারপুলের ড্র

    এগিয়ে গিয়েও লিভারপুলের ড্র    

    প্রাক-মৌসুমে বার্সা এবং চলতি মৌসুমে আর্সেনালকে এমিরেটসে হারিয়ে বেশ সম্ভাবনাময় এক মৌসুমেরই ইঙ্গিত দিয়েছিলো ক্লপের লিভারপুল। কিন্তু বার্নলির কাছে হেরে সেই আগুন নিভে গিয়েছে অনেকটাই। আজো স্পার্সের সাথে লিড নিয়েও লিড খুইয়ে ১-১ ড্র নিয়েই ফিরতে হয়েছে 'অলরেড'দের।

     পূর্ণ তিন পয়েন্ট নিয়েই আজ ফিরতে পারতেন কৌতিনহোরা! ম্যাচের মাত্র ছয় মিনিটের দিক কাউন্টার অ্যাটাকে কৌতিনহোকে চমৎকারভাবে বল বানিয়ে দেন ফিরমিনো। কিন্তু লরিসের অনুপস্থিতিতে নামা ভর্মের অবিশ্বাস্য সেভে ম্যাচে সমতা রাখতে সক্ষম হয় স্পার্স। প্রথমার্ধের বাকিটা সময় যেন ভর্ম বনাম কৌতিনহো খেলাই হচ্ছিল! ৩২ মিনিটে মাতিপ, ইয়ানসেনকে ডিবক্সে ফেলে দিলেও পেনাল্টি দেননি রেফারি ববি মেডলি। এর মিনিট দশেক পর পেনাল্টি পায় লিভারপুল।  পেনাল্টি থেকে গোল করে দলকে ০-১ এর লিড এনে দেন মিলনার।

    দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের মাথায় সেই মিলনারেরই কর্ণারে মাথা ছুইঁয়ে অল্পের জন্য গোল পাননি মাতিপ। ক্রসবারে লেগে বল চলে যায় মাঠের বাইরে। অপর প্রান্তে কর্ণার থেকে অল্ডারওয়েরেল্ডের হেডার অসামান্য দক্ষতায় ফেরান মিনিওলে। অবশেষে ৭২মিনিটে গোলের দেখা পায় স্পার্স। ডানপ্রান্তে এরিক ডায়ারের ক্রসে মাথা ছোঁয়ান লামেলা। ঐ বলে হাফভলি করেই দলকে ম্যাচে ফেরান ড্যানি রোজ। ম্যাচে অতিরিক্ত সময়ে প্রায় ওয়ান অন ওয়ান অবস্থান থেকে দুর্দান্ত ট্যাকেলে লালানাকে গোলবঞ্চিত করেন অল্ডারওয়েরেল্ড। এর ফলে এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয় দুই দলকে।