'ফার্গি টাইমে' জেতালেন র্যাশফোর্ড
ইনজুরি সময়ে মার্কাস র্যাশফোর্ডের দেয়া গোলে হাল সিটিকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ারলিগে শতভাগ জয়ের রেকর্ডটা ধরে রাখল ম্যানচেস্টার ইউনাইটেড। ৯২ মিনিটে ওয়েইন রুনির ক্রসে থেকে হাল সিটির জালে বল জড়ানোর আগে মনে হচ্ছিল ম্যাচটা ড্র-এর দিকেই এগোচ্ছে। বিশেষ করে পুরো ম্যাচেই হাল সিটির ডিফেন্ডাররা যেভাবে হতাশ করেছেন ইব্রাহিমোভিচ, রুনিদের তাতে হয়ত তিন পয়েন্টের আশা ছেড়েই দিয়েছিলেন মরিনহো!
ম্যানচেস্টার ইউনাইটেডের বিখ্যাত 'ফার্গি টাইম' কাজে লাগিয়েই হাল সিটির মাঠ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলরা। মরিনহোকে স্বস্তি এনে দেয়ার কৃতিত্বটা অবশ্য পুরোপুরিই র্যাশফোর্ডের। ৭১ মিনিটে হুয়ান মাতার জায়গায় খেলতে নামার পরই প্রায় এগিয়ে দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। হাল সিটি গোলরক্ষক ইয়াকুপোভিচ র্যাশফোর্ডের শট ঠেকিয়ে দিয়ে ম্যাচে বাঁচিয়ে রাখেন হাল সিটির আশা।
তবে শেষ রক্ষা হয়নি! ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের দিনে নিজের ছোটখাটো একটা দুর্নামও ঘুচিয়েছেন হোসে মরিনহো! পর্তুগিজ কোচের অধীনে এই প্রথম প্রিমিয়ার লিগে গোল করলেন কোনো 'টিন এজ' খেলোয়াড়।
ম্যাচের প্রথমেই অবশ্য এগিয়ে যেতে পারত স্বাগতিকরাই। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে রবার্টসনের ক্রস থেকে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন স্নোডগ্রাস। তবে লুক শ'এর দৃঢ়তায় ভেস্তে যায় হাল সিটির ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ।
অন্যদিকে ম্যাচে প্রায় পুরো সময়ই গোলের সুযোগ তৈরিতে ব্যস্ত ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড়েরা। রুনির ফ্রি কিক থেকে ইব্রাহিমোভিচের শট সাইড নেটে লাগা, রুনির গোলমুখে নেয়া কিক হাল ডিফেন্ডারের কনুইয়ে লেগে ফিরে আসা, পগবার ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ট হওয়া- সব মিলিয়ে মনে হচ্ছিল দিনটা বোধ হয় হতাশায়ই যাবে ম্যানচেস্টার ইউনাইটেডের। দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণ পর মারশিয়ালের জায়গায় হেনরিক মিখতিরিয়ানকে নামিয়েও খুব একটা সুবিধা করতে পারছিল না রেড ডেভিলরা।
তবে ম্যাচের শেষ মুহুর্ত পর্যন্তও জয়ের আশা না ছাড়ায় ফলটাও পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড! এই দীক্ষাটা অবশ্য মরিনহোর শিক্ষা নয়!
দিনের অন্যান্য খেলায় জয় পেয়েছে লেস্টার সিটি, চেলসি ও আর্সেনাল। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি সোয়ানসিকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় পেয়েছে। ফক্সদের হয়ে এই ম্যাচেও গোল পেয়েছেন ভার্ডি। অন্য গোলটি মরগানের। আশি মিনিটের দিকে এক গোল শোধ দেন সোয়ানসির ফের। আর ওয়াটফোর্ডের বিপক্ষে আর্সেনালের জয়টা ৩-১ গোলের। আর্সেনালের হয়ে গোল করেছেন সান্তি কাথোরলা, অ্যালেক্সিস সানচেজ ও মেসুত ওজিল।
আগের দুই ম্যাচেই এক গোলের ব্যবধানে জেতা চেলসি এই সপ্তাহে জয় পেয়েছে বড় ব্যবধানেই। হ্যাজার্ড, উইলিয়ান, ভিক্টর মোসেসের গোলে ৩-০ গোলের জয় পেয়েছে কন্তের চেলসি।