গার্দিওলার সিটির জয়যাত্রা চলছেই
প্রিমিয়ার লিগের জয়ের ধারা অব্যাহতই রয়েছে পেপ গার্দিওলার। সান্ডারল্যান্ডের পর মৌসুমের দ্বিতীয় হোম ম্যাচেও বেশ ঘাম ঝরিয়েই জিততে হয়েছে সিটিজেনদের। ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয়টা ৩-১ গোলের ব্যবধানে হলেও কাজটা সহজ ছিল না। চেলসি, ইউনাইটেডের সাথে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছেন আগুয়েরোরা।
ম্যাচের মাত্র সাত মিনিটেই দলকে এগিয়ে নেন রহিম স্টার্লিং। গার্দিওলার অধীনে পুনরুজ্জীবিত এই উইঙ্গার নোলিতোর পাস থেকে মৌসুমে নিজের প্রথম গোল করেন। ব্যবধানটা দ্বিগুণ করতে মাত্র মিনিট দশেক লাগে সিটির। ৩৫ গজ দূরে পাওয়া ডি ব্রুইনের ফ্রিকিকে বুলেট হেডারে গোল করেন ফার্নান্দিনহো। পায়েটের অভাব বোঝা গেছে ওয়েস্ট হ্যামের খেলায়। ডি ব্রুইন সহজ এক সুযোগ হাতছাড়া করলে ২-০ গোলেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের মাথায় হ্যামারদের ম্যাচে ফেরান মিকেল অ্যান্তোনিও। মাসুয়াকোর ক্রসে দুর্দান্ত এক লাফে ওতামেন্দি ও ক্লিশিকে পরাস্ত করে বল জালে জড়ান অ্যান্তোনিও। সিটি একাধিক কাউন্টার অ্যাটাকে পাওয়া সুবর্ণ সুযোগ মিস না করলে ব্যবধানটা আরো বড় হতে পারতো। অতিরিক্ত সময়ে স্টার্লিংয়ের দ্বিতীয় গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।