ম্যানচেস্টার ডার্বিতে নেই আগুয়েরো?
ক্যারিয়ারে নিয়মবহির্ভূত কাজ কমই করেছেন। এবার ভুল কারণে শিরোনামে এলেন সার্জিও আগুয়েরো । প্রতিপক্ষের ডিফেন্ডারকে কনুই দিয়ে গুঁতা মেরে নিষিদ্ধ হতে পারেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ১০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ডার্বিও মিস করতে পারেন ম্যান সিটির স্ট্রাইকার।
গতকাল ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের সাথে ম্যাচ চলার সময়েই এই ঘটনা ঘটে । ৭৬ মিনিটে ডিফেন্ডার উইন্সটন রিডকে কনুই দিয়ে আঘাত করেন। কিন্তু ব্যাপারটায় রেফারি আন্দ্রে ম্যারিনারের নজর এড়িয়ে গেছে। তবে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত করে দোষী হলে তাঁকে শাস্তি দেয়া হবে। ধারণা করা হচ্ছে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন আগুয়েরো। ফলে ১০ সেপ্টেম্বরের ম্যানচেস্টার ডার্বিতে খেলতে পারবেন না তিনি।
এই নিষেধাজ্ঞার ব্যাপারে কোচ পেপ গার্দিওলা সঠিকভাবে কিছু জানাতে পারেননি, “আমি এখানে নতুন, তাই জানি না সিদ্ধান্তটা কিভাবে নেয়া হবে। ওই ফাউলটা আমি দেখিনি, তাই কিছু বলতে পারছি না। কিন্তু যদি সে দোষী হয় তাহলে আমরা মেনে নেব।”
প্রতিপক্ষের অধিনায়ক মার্ক নোবেলও ঘটনাটি সম্পর্কে পরিষ্কার নন, “সত্যি বলতে কী, আমি ফাউলটি দেখিনি। তবে রিড আহত ছিল এবং ড্রেসিংরুমে কথা বলতে পারছিল না।” দলের কোচ স্লাভেন বিলিচও বলেছেন একই কথা, “আমি আগুয়েরোর ফাউল দেখিনি। আমরা এমনিতেও রিডকে মাঠ থেকে তুলে নিতাম। সে ইনজুরিতে পড়ায় আগেভাগেই তাঁর বদলি নামাতে হয়েছিল।”
তদন্তের সময়ে রেফারি ম্যারিনার যদি স্বীকার করেন তিনি ঘটনাটি দেখেছেন এবং এটায় তাঁর কোন সমস্যা ছিল না, তাহলে হয়তো নিষেধাজ্ঞা নাও দিতে পারে ফুটবল অ্যাসোসিয়েশন। আগুয়েরো নিজেও হয়ত এটিই আশা করছেন!