ইউনাইটেডের খেলাই দেখেননি গার্দিওলা
আগের মৌসুমের মাঝপথেই তাঁকে নিয়ে দুই নগর প্রতিদ্বন্দ্বীর ‘টানাটানি’ লেগে গিয়েছিল। পেপ গার্দিওলা শেষ পর্যন্ত গাঁটছড়া বেঁধেছেন সিটিজেনদের সাথেই। প্রিমিয়ার লিগে শুরুটাও মন্দ হয় নি কাতালান কোচের। প্রথম তিন ম্যাচ থেকে তিন জয় নিয়ে শীর্ষেই আছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে সমান জয় পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড পিছিয়ে আছে কেবল গোল গড়ে। ১০ সেপ্টেম্বর দু’দল তাই ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে ব্যবধানটা আরও পরিষ্কার করার লক্ষ্যেই। আর কেবল এক শহরের দুই ক্লাবের ‘রাইভালরি’ই তো নয়, এবারের ম্যানচেস্টার ডার্বি গার্দিওলা-মরিনহো দ্বৈরথও। অথচ এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচের দিন দশেক হাতে রেখে গার্দিওলার নির্লিপ্ত স্বীকারোক্তি, এই মৌসুমে এখনও পর্যন্ত রেড ডেভিলদের খেলাই দেখেন নি তিনি!
৩ ম্যাচ থেকে সবক’টি জিতে যুগ্মভাবে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। তবে গোলগড়ে সিটির অবস্থানই এই মুহূর্তে সবার উপরে। ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের বিপক্ষে ইতিবাচক ফল তাই সিটিজেনদের এগিয়ে দেবে মোটা দাগে। অথচ সে ম্যাচ নিয়ে এখনও বসাই হয় নি সিটি ম্যানেজারের, “এখনও ইউনাইটেডের খেলা দেখি নি। তাই সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা বলতে পারছি না। হাতে দিন দশেক সময় আছে, এর মধ্যেই ওঁদের ম্যাচগুলোর ভিডিও ফুটেজ দেখে শেষ করতে হবে আর কি!”
গার্দিওলা বলছেন ওল্ড ট্র্যাফোর্ডের বিরূপ পরিবেশ থেকে জয় নিয়ে ফেরার সামর্থ্য তাঁর দলের আছে, “দৃশ্যটা তো ভাসছে চোখের সামনে, মুখিয়ে আছি সশরীরে সেটা উপভোগ করার জন্য!”