মরিনহোর সঙ্গে ঝামেলা নেই শোয়েইনির
ওল্ড ট্র্যাফোর্ডে মরিনহোর পা পড়তে দেরি হয় নি, শোয়েইনির সাথে তাঁর মনোমালিন্যের খবরে সরগরম হয়েছে গণমাধ্যম। জার্মান মিডফিল্ডারকে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দল থেকে বাদ দিয়ে অঘোষিতভাবেই গলায় ঝুলিয়ে দিয়েছিলেন ‘বিক্রির জন্য’ সাইনবোর্ড। তবে নতুন মৌসুম শুরু হয়ে গেলেও এখনও পুরনো ঠিকানাতেই আছেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার। বরং মরিনহোর সাথে তাঁর কোনো সমস্যা নেই দাবী করে শোয়েইনি বলছেন, সুযোগ পেলে নিজের সামর্থ্যের জানান দিতে প্রস্তুত তিনি।
মৌসুম শুরুর আগে থেকেই ইউনাইটেডের মূল দলের সাথে অনুশীলনে দেখা যাচ্ছিল না শোয়েনস্টাইগারকে। চীনে রেড ডেভিলদের প্রাক মৌসুম দলেও মরিনহো তাঁকে নেন নি। এরপর দেখা যায়, ইউনাইটেডের অনূর্ধ্ব-২৩ দলের সাথে অনুশীলন করছেন বত্রিশ বছর বয়সী মিডফিল্ডার। জানা যায়, মরিনহো সরাসরিই বাস্তিয়ানকে মূল দলের লকার রুম খালি করে যুব দলের সাথে যোগ দিতে বলেছেন।
শোয়েইনির বড় ভাই থেকে শুরু করে বায়ার্ন মিউনিখের প্রধান পর্যন্ত এ নিয়ে মরিনহোকে এক হাত নেন। সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহল থেকে, মরিনহোর কারাদণ্ডের দাবীও তোলেন কেউ।
তবে সময় গড়াতে ফিকে হয়ে গেছে সবই। শোয়েনস্টাইগার সেভাবেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন যুবাদের সাথে। মূল দলে ফেরার লড়াইটাই আপাতত চালিয়ে যেতে চান, “ইউনাইটেডেই থাকতে চাই। আর মরিনহোর সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই।”
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন আগেই। আনুষ্ঠানিক বিদায়টা নিচ্ছেন আগামী বুধবার, ফিনল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে। কিন্তু তাই বলে এখনই বুট জোড়া তুলে রাখতে চান না, “একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি, ফুটবলটা এখনই ছাড়ছি না। নিজের সামর্থ্যের উপর আমার আস্থা আছে। সুযোগ পেলে ইউনাইটেডের হয়েই সেটা প্রমাণ করবো।”