চেলসিতে ফিরলেন লুইজ, বালোতেল্লি নিসে
গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনটাও পার হয়ে গেল কাল। সবচেয়ে বেশি দামে দলবদলের নতুন রেকর্ড গড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস থেকে নিয়ে এসেছে পল পগবাকে। শুধু ইউনাইটেড নয়, এবার ইংলিশ লিগের সব ক্লাবই ছিল দারুণ সক্রিয়। ১৩টি ক্লাবই এবার লিগে নিজেদের দলবদলের রেকর্ড ভেঙেছে, এর মধ্যে বেশ কয়েকটি আবার শেষ দিনে।
যা ঘটেছে
লুইজ চেলসিতে
ঘরের ছেলে আবার ঘরেই ফিরে এলেন। ২০১১ সালে ডেভিড লুইজকে ২১ মিলিয়ন পাউন্ড দিয়ে বেনফিকা থেকে নিয়ে এসেছিল চেলসি। তিন মৌসুম পর ৪০ মিলিয়ন পাউন্ডে পিএসজির কাছে বিক্রি করে দেয়। সেই চেলসি আবার ৩৪ মিলিয়ন পাউন্ডে কিনল ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে। হন্যে হয়ে একজন ডিফেন্ডার খুঁজছিলেন চেলসি কোচ আন্তোনিও কন্তে, সেই আশা অবশেষে পূরণ হলো।
নিসে গেলেন বালোতেল্লি
একটা সময় বিশ্বের সেরা স্ট্রাইকার হিসেবে যাঁকে বিবেচনা করা হতো, সেই বালোতেল্লি এই মৌসুমেম ক্লাবই খুঁজে পাচ্ছিলেন না। লিভারপুলে জায়গা আগেই হারিয়ে ফেলেছিলেন। সাসসুওলো, পালের্মোর নাম শোনা গেলেও কেউই শেষ পর্যন্ত নিতে রাজি হয়নি “সুপার মারিওকে”। শেষ পর্যন্ত ফ্রি ট্রান্সফারেই ফ্রান্সের ক্লাব নিসে নাম লেখালেন।
ধারে উইলশেয়ার
অনেক দিন ধরেই লড়াই করছেন চোটের সঙ্গে। প্রথম একাদশেও নিয়মিত খেলতে পারছিলেন না। এই মৌসুমেও আর্সেনালের প্রথম তিন ম্যাচে বেঞ্চেই থাকতে হয়েছে। শেষ পর্যন্ত জ্যাক উইলশেয়ার এক বছরের জন্য ধারে গেলেন প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথে।
লেস্টারের নতুন রেকর্ড
এবারের দলবদলে যেন একের পর এক রেকর্ড ভাঙার নেশায় পেয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। সিএসকেএ মস্কো থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ মুসার জন্য রেকর্ড টাকা খরচ করেছিল লেস্টার সিটি। এবার স্পোর্টিং লিসবন থেকে আলজেরিয়ান স্ট্রাইকার ইসলাম স্লিমানির জন্য সেই রেকর্ডও ভাঙল, খরচ করেছে ৩০ মিলিয়ন পাউন্ড। নিজের আলজেরিয়ান সতীর্থ রিয়াদ মাহরেজকেও এবার ক্লাবে পাচ্ছেনব স্লিমানি।
সিসোকো টটেনহামে
মুসা সিসোকো এভারটনে যাবেন, এমন একটা গুঞ্জনই বেশি শোনা যাচ্ছিল। কিন্তু একদম অন্তিম সময়ে তাঁকে ছোঁ মেরে নিয়ে গেল টটেনহাম। নিউক্যাসল থেকে ৩০ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে এই ফ্রেঞ্চ মিডফিল্ডারকে।
আরবেলোয়া আবার ইংল্যান্ডে
প্রিমিয়ার লিগ থেকে লা লিগায় এসেছিলেন, আবার সেই প্রিমিয়ার লিগেই ফেরত গেলেন আলভেরো আরবেলোয়া। ২০০৯ সালে লিভারপুল থেকে পাড়ি জমিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। এবার আরবেলোয়া খেলতে যাচ্ছেন ওয়েস্ট হামে।