• বুন্দেসলিগা
  • " />

     

    ‘খেলোয়াড়দের সাথে কথা বলতেন না গার্দিওলা!’

    ‘খেলোয়াড়দের সাথে কথা বলতেন না গার্দিওলা!’    

    কোচ হিসাবে পেপ গার্দিওলা নিজেকে এর মধ্যেই নিয়ে গেছেন নতুন উচ্চতায়। বার্সেলোনা থেকে বায়ার্ন মিউনিখে জিতেছেন প্রায় সবকিছুই। কিন্তু এবার গার্দিওলাকে যেটা শুনতে হয়েছে, সেটা তাঁর জন্য একটু বিব্রতকরই। জার্মান পত্রিকা ‘স্পোর্ট বিল্ড’ কে বায়ার্নের সাবেক ডিফেন্ডার দান্তে বলেছেন, খেলোয়াড়দের সঙ্গে গার্দিওলা অনেক সময়ই ঠিকঠাক কথা বলতেন না।

     

    বায়ার্ন মিউনিখের দায়িত্বে থাকার সময় গার্দিওলার  দলে ছিলেন দান্তে। এক সময়ের শিষ্যই এখন গুরুর সমালোচনায় মুখর, “একজন খেলোয়াড় হিসাবে আপনি অনেক সময়েই বুঝতে সবকিছু বুঝতে পারবেন না। পৃথিবীতে এরকম অনেক কোচ আছেন যারা কোচিংয়ের দিক থেকে সেরা, কিন্তু মানুষ হিসাবে অতটা ভালো নয়। পেপ এরকমই একজন। তিনি খেলোয়াড়দের সাথে কথাই বলতেন না!”

     

    বায়ার্ন মিউনিখে খেলতে পারাকে নিজের জীবনের সেরা অর্জনের একটি বলেছেন দান্তে। ২০১৪ মৌসুমে কোচ হেইঙ্কসের ট্রেবলজয়ী বায়ার্ন দলের সদস্য ছিলেন। কিন্তু গার্দিওলা দায়িত্ব নেয়ার পর ধীরে ধীরে জায়গা হারিয়ে ফেলেন। এমনকি গার্দিওলা এরকম কথাও বলেছিলেন যে, দলে হাজারো দান্তের দরকার! শেষ পর্যন্ত বায়ার্ন ছেড়ে গত মৌসুমে ভলসবুর্গে চলে যান দান্তে। গতকাল  ফরাসি ক্লাবে নিসে যোগ দিয়েছেন এই ডিফেন্ডার।

     

    তবে পরে দান্তে দাবি করেছেন, সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, “আমি ‘স্পোর্ট বিল্ড’ কে সাক্ষাৎকার দিয়েছিলাম, পেপ এর ব্যাপারেও কথা বলেছি। কিন্তু আমার কথাগুলো ঠিকভাবে আসেনি। আমি বলেছি যে, পেপ অন্যদের মতো বেশি কথা বলেন না। সবার নিজস্ব স্টাইল আছে। আমার ক্যারিয়ারে তাঁর অবদান অনেক। তাঁকে অনেক বেশি সম্মান করি আমি, কখনোই তাঁর বিরুদ্ধে কথা বলব না!”