জয়েই শুরু ব্রাজিল-আর্জেন্টিনার "নতুন যুগের"
নতুন করে শুরুর একটা উপলক্ষও বলতে পারেন। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে তো আজ নতুন শুরু হলো দুই দলের কোচের। আর্জেন্টিনার এদগার্দো বাউজো যেমন, ব্রাজিলের তিতেরও আজই ডাগআউটে হলো অভিষেক। দুজনের জন্যই সেটি পয়া ছিল। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে উঠে গেছে আর্জেন্টিনা, ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিলও চলে এসেছে পাঁচ নম্বরে। তবে আর্জেন্টিনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র ২।
তবে দুই কোচের অভিষেক আড়াল করে দিয়েছিল অন্য একটা কিছু। লিওনেল মেসি অবসরের ঘোষণার পর আজই আবার ফিরেছেন আর্জেন্টিনার জার্সি গায়ে। ৪২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটাও তাঁর করা। অথচ বিরতির পর ১০ জন নিয়েই খেলতে হয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষের ঠিক আগে লাল কার্ড পেয়ে মাঠ ছেড়েছেন জুভেন্টাসের তরুণ স্ট্রাইকার পাওলো দিবালা। তবে একজন বেশি নিয়েও আর্জেন্টিনার সঙ্গে গোল পায়নি লুইস সুয়ারেজের উরুগুয়ে।
ব্রাজিলের জয়টা সেই তুলনায় অনেক স্বস্তির। ইকুয়েডরের মাঠে গিয়ে এর আগে তিন ম্যাচ খেলে কখনো জয় পায়নি। ম্যাচের ৭০ মিনিট পর্যন্তও মনে হচ্ছিল, ব্রাজিলকে বোধ হয় ড্র নিয়েই মাঠ ছাড়তে হবে। এর পর ৭১ মিনিটে নেইমারের গোলে শুরু। এর পর শেষ পাঁচ মিনিটে দুই গোল করে ব্রাজিলকে বড় জয়ই এনে দিয়েছেন গ্যাব্রিয়েল জেসাস। ব্রাজিলের জাতীয় দলের অভিষেকটা জেসাসের এরচেয়ে স্মরণীয় বোধ হয় হতে পারত না!