• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    "একঘেয়ে" বলে সাক্ষাৎকারেই বাদ ভ্যান গাল

    "একঘেয়ে" বলে সাক্ষাৎকারেই বাদ ভ্যান গাল    

    ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ থাকার সময়ে শুনতে হয়েছে দুয়োধ্বনি। দলের ‘ম্যাড়ম্যাড়ে’ খেলার ধরনের জন্য সমালোচনার  মুখোমুখি হতেন প্রতিনিয়তই। এবার কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার  দিতে গিয়েও একই সমস্যায় পড়লেন লুই ভ্যান গাল। বেলজিয়াম ফুটবল ফেডারেশনের সাথে বৈঠকের সময় তাঁর ‘একঘেয়ে’  আচরণের জন্য শুরুতেই বাদ পড়েছেন সাবেক এই ডাচ ফুটবলার।

     

    গত ইউরোতে ওয়েলসের কাছে হেরে টুর্নামেন্ট  থেকে ছিটকে পরে বেলজিয়াম। ওই ব্যর্থতার পর কোচ মার্ক উইলমটসকে বরখাস্ত করা হয়। নতুন কোচের খোঁজে জোরেশোরেই নেমে পড়েছিল বেলজিয়ামের ফুটবল কর্মকর্তারা। ভ্যান গাল সহ প্রাথমিকভাবে সাক্ষাৎকারের জন্য ডাকা হয় ইতালিয়ান সেসারি প্রাণদেল্লি, রাফ রাংনিক, রুডি গারসিয়া এবং রবার্তো মার্টিনেজকে।

     

    প্রাথমিক সাক্ষাৎকারে ভ্যান গাল বেলজিয়ামের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এই পদের জন্য বার্ষিক বেতন নির্ধারণ করা আছে প্রায় ১ মিলিয়ন ইউরো। ফেডারেশনের সাথে সাক্ষাৎকারে বেলজিয়াম দলকে নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে সেগুলো খুবই ‘ক্লান্তিকর এবং একঘেয়ে’ লেগেছে কর্মকর্তাদের কাছে। তাঁরা এটাও ভেবেছেন , বেলজিয়ামের তরুণ ফুটবলাররা ভ্যান গালের কোচিং স্টাইলের সাথে খাপ খাওয়াতে পারবে না। এজন্যই পরবর্তীতে তাঁকে আর ডাকা হয়নি বলে জানা যায়। পরবর্তীতে বেলজিয়ামের কোচ হিসাবে নির্বাচিত করা হয়েছে রবার্তো মার্টিনেজকে।  

     

    ইউনাইটেডের কোচ থাকার সময় বেশ কয়েকবারই ফন গালের ছাটাইয়ের গুঞ্জন উঠেছিল। শৃঙ্খলার ব্যাপারে বজ্ব আঁটুনির জন্য কুখ্যাতি ছিল তাঁর।  এমনকি খেলোয়াড়দের মেইলের ওপর নজরদারি করতেন বলেও গুঞ্জন আছে। শেষ দিকে রুনি, ক্যারিকসহ সিনিয়র খেলোয়াড়ের অনাস্থার জন্যই তাঁকে চলে যেতে হয় বলে ধারণা করা হচ্ছে।