• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    মেসির লাল কার্ড থেকেই "প্রেরণা" দিবালার

    মেসির লাল কার্ড থেকেই "প্রেরণা" দিবালার    

    গত বৃহস্পতিবার আর্জেন্টিনার হয়ে প্রথম মাঠে নেমেছিলেন পাওলো দিবালা। তবে নিজের অভিষেকটা মোটেই সুখকর ছিল না এই তরুণ স্ট্রাইকারের জন্য। উরুগুয়ের বিপক্ষে রেফারির বিতর্কিত এক সিদ্ধান্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান। জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচের অভিজ্ঞতা এমন হবে হয়ত কল্পনাও করেননি। তাই তো মাঠ ছাড়ার সময় চোখের জল থামিয়ে রাখতে পারেননি জুভেন্টাসের এই ফরোয়ার্ড।

    নিজের অভিষেক ম্যাচে বাজে অভিজ্ঞতার পর খানিকটা ভেঙে পড়েছিলেন ২২ বছর বয়সী দিবালা। তবে মাঠে এবং ড্রেসিংরুমে এই তরুণ স্ট্রাইকারের পাশেই ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। নিজের অভিষেক ম্যাচে মেসিকেও মাঠ ছাড়তে হয়েছিল লাল কার্ড দেখে। তাও আবার মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় দেখেছিলেন লাল কার্ড। তরুণ দিবালাকে তাই সান্ত্বনা ও সাহস যোগানোর কাজটা সামলেছেন মেসি নিজেই।

    অধিনায়কের কাছ থেকে উপদেশের কথা দিবালা নিজেই জানিয়েছেন, “মেসি আমাকে শান্ত হতে বলেছেন। তিনি বলেছেন যে এরকম কিছু ঘটতেই পারে, তার মানে এই না যে আমার ক্যারিয়ার থেকে অনেক কিছু হারিয়ে গেছে। তাছাড়া রেফারির সিদ্ধান্ত ভুল ছিল বলেই জানিয়েছেন তিনি।”

    লাল কার্ড দেখে দিবালা মাঠ ছাড়লেও তাঁর অভিষেক ম্যাচে ঠিকই জয় পেয়েছে আবিসেলেস্তেরা। তবে অধিনায়ক মেসির উপদেশে শান্ত হলেও অযথা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার আক্ষেপ দূর করতে পারছেন না , “আমি এখন শান্ত। তবে কোন কিছু ভুল করার পর সবারই আক্ষেপ হয়। মাঠ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত আমি খেলাটা উপভোগ করছিলাম।” এদিকে লিওনেল মেসির সাথে খেলতে পেরেও দারুণ উচ্ছ্বসিত তরুণ দিবালা, “মেসির সাথে খেলতে আমার ভালো লাগছিল। যদিও এর আগে মেসির সাথে কখনো খেলিন নি। তাঁর সাথে খেলা দারুণ একটা ব্যাপার ছিল।”