তোরেকে অপমান করেছেন গার্দিওলা!
অনেক দিন ধরেই ম্যানচেস্টার সিটি মধ্যমাঠের প্রাণভোমরা হয়ে আছেন। তবে গত মৌসুমেই প্রথম একাদশে জায়গা হারিয়ে ফেলেছিলেন। পেপ গার্দিওলা আসার পর অনেকেই ভেবেছিলেন, তোরের বোধ হয় এই বার ক্লাব ছাড়তে হচ্ছে। আপাতত অবশ্য সিটিতেই আছেন, কিন্তু চ্যাম্পিয়স লিগের জন্য গার্দিওলার ২৫ জনের দলে জায়গা পাননি। এই ঘটনাকে তোরের জন্য ‘অপমানজনক’ হিসাবে বলেছেন ম্যানচেস্টার সিটির এজেন্ট দিমিত্রি সেলুক।
৩৩ বছর বয়সী এই আইভরি কোস্টের খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়াতে চটেছেন সেলুক, “যদি গার্দিওলার সিটি এবার চ্যাম্পিয়নস লিগ জিতে যায় তাহলে আমি ইংল্যান্ডে গিয়ে সবাইকে বলবো সেই সেরা কোচ। কিন্তু যদি তারা হেরে যায় তাহলে পেপকে অবশ্যই ‘অপমান’ করার ব্যাপারটা স্বীকার করে নিতে হবে।”
‘স্থানীয়ভাবে ট্রেনিং না নেয়া’ অথবা এসোসিয়েশন থেকে ট্রেনিং না নেয়া মাত্র ১৭ জন খেলোয়াড়ই দলে থাকতে পারবে, উয়েফার এই সিদ্ধান্তের পর গার্দিওলা তোরেকে দল থেকে বাদ দেন। ফলে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে পারবেন না তোরে।
ইংলিশ পত্রিকা সানডে মিররকে দেয়া এক সাক্ষাৎকারে সিটিতে তোরের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন সেলুক, “এটা পেপের নিজস্ব সিদ্ধান্ত। তোরে একজন প্রফেশনাল খেলোয়াড়, কোচ যা বলে সেটা মানতে হবে তাঁকে। কিন্তু এভাবে কতদিন? তোরের মতো খেলোয়াড়কে কি লিগ কাপের শেষ ১০ মিনিট অথবা ৩য় বিভাগের দলের সাথে ম্যাচে খেলানো হবে শুধু?? আশা করি তোরে নিজেকে প্রমাণ করবে আগামী জানুয়ারির আগে।”
বোঝাই যাচ্ছে, তোরের সিটি ছাড়া এখন শুধু সময়ের ব্যাপার।