"পগবার চেয়ে হিগুয়েইনকে কেনাটা যৌক্তিক"
পুরো দলবদলের মৌসুমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। রেকর্ড ১১০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন তিনি। অন্যদিকে ৯০ মিলিয়ন ইউরোতে আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। কিন্তু সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান ক্রেসপো মনে করছেন, পগবা চেয়ে হিগুয়েইনই বেশি মূল্যবান।
ক্রেসপোর মতে ৯০ মিলিয়ন দিয়ে হিগুয়েইনকে কিনে বুদ্ধিমানের কাজ করেছে জুভরা, “জুভেন্টাস তাঁর পিছনে অনেক টাকা ব্যয় করেছে। নিশ্চয়ই সে ভালো খেলে বলেই এটা হয়েছে। আর আমার কাছে পগবার চেয়ে হিগুয়েইনকে কেনাটা যৌক্তিক লাগছে।”
আর্জেন্টাইন পত্রিকা লা ন্যাসিওনকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রেসপো তাঁর মতামত ব্যাখ্যা করেন, “ফুটবলে কোনকিছুই বিনামূল্যে পাওয়া যাবে না। আমার হিসাবে এত টাকা খরচ করে এক মৌসুমে ৩৬ গোল করা একজন স্ট্রাইকারকে কেনাই বুদ্ধিমানের কাজ। পগবার প্রতি সম্মান রেখেই কথাগুলো বলছি। সেও দারুণ খেলোয়াড়। কিন্তু হিগুয়েইন তাঁর চেয়ে বেশি গোল করবে।”
মৌসুমের শুরুতেই হিগুয়েইন গোল করে বুঝিয়ে দিয়েছেন নাপোলি থেকে তাঁকে কিনে ভুল করেনি তুরিনের বুড়িরা। পগবাও প্রথম দুই ম্যাচে ঝলক দেখিয়ে আভাস দিয়েছেন, লম্বা দৌড়ের ঘোড়া হতে পারেন তিনি। শেষ পর্যন্ত ক্রেসপোর কথা ঠিক কি না, সময় হলেই জানা যাবে।