• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    জয়ে শুরু ইতালির নতুন যুগের

    জয়ে শুরু ইতালির নতুন যুগের    

    নতুন কোচ জিয়েমপিয়েরো ভেনচুরার অধীনে শুরুটা ভালোই হল  চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের ‘জি’ গ্রুপের ম্যাচে ইসরায়েলকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ইতালি।

    ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইসরায়েল, কিন্তু টমের হেমেডের শট অল্পের জন্য গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ইতালি। ১৪ মিনিটেই ইতালিকে এগিয়ে দেন গ্রাজিয়ানো পেল্লে। এরপর ৩১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন আন্তোনিও কান্দ্রেভা। তবে কিছুক্ষণের মাঝেই ম্যাচে ফেরে ইসরায়েল। ৩৫ মিনিটে তাল বেন হাইম দারুণ এক চিপে বুফনকে বোকা বানান। প্রথমার্ধের শেষে পেল্লের হেড দারুনভাবে ঠেকিয়ে দেন ইসরায়েলের কিপার ডেভিড গোরেশ।  

    খেলার দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে জর্জিও চিয়েল্লিনি মাঠ ছাড়লে কিছুটা অস্বস্তিতে পড়ে যায় ইতালি। ইসরায়েলের আক্রমণের ধারও বাড়তে থাকে। তবে ইতালির রক্ষণভাগ আর কোন গোল হজম করতে দেয়নি দলকে। ৮৩ মিনিটে পাল্টা আক্রমণে গোল করে দলের জয় নিশ্চিত করেন সিরো ইম্মবিলে।


    গ্রুপের অন্য ম্যাচে লিখটেনস্টেইনকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে  স্পেন। গ্রুপের অপর দুই দল আলবেনিয়া ও মেসিডোনিয়ার  ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।