"শেষ পর্যন্ত বাংলাদেশে সবাই যাবে"
ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। কদিনের মধ্যেই চূড়ান্ত দল ঘোষণার কথা। কিন্তু শেষ পর্যন্ত কারা থাকবেন, সেটি নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। তবে টেলিগ্রাফে লেখা কলামে কেভিন পিটারসেন মনে করছেন, শেষ পর্যন্ত সবাই-ই বাংলাদেশে যাবে। সেই কলামেরই নির্বাচিত কিছু অংশ
এউইন মরগানকে বাংলাদেশ সফরে যেতেই হবে। ব্যাপারটা অনেকটাই এরকম, একজন গেলে অন্যরা আসলে না গিয়ে পারবেন না। যদি মরগান না যাওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সেটাকে মোটেও ভালো চোখে দেখবে না।
অ্যালিস্টার কুক টেস্ট দলের অধিনায়ক হয়ে বাংলাদেশে যাচ্ছেন। এতে মরগানের উপর চাপ অনেক বেড়ে গেছে। মরগান চাইলে সফরে না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার তাঁর আছে। কিন্তু ভবিষ্যতে এটি তাঁর ক্যারিয়ারে সমস্যা করবে। আর এরকম সিদ্ধান্ত অন্যদেরকে একটা ভুল বার্তা পাঠাবে। অনেকেই তো যেতে চাইছে, এর মাঝে মরগান কী নিজেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবছেন?
এদেশের মানুষের স্মৃতিশক্তি অনেক প্রখর। ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে কোন সফরে না যাওয়ার সিদ্ধান্তের ব্যাপারটা তারা সহজে ভুলবে না। দলের সদস্যদের সাথে সম্পর্ক খারাপ না হলেও মানুষের কাছে নিজের অবস্থানটা নড়বড়ে করে তুলবেন মরগান।
ভবিষ্যতে কখনো যদি তাঁর দল খারাপ করতে থাকে, নিজেও যদি রানখরায় থাকেন তাহলে বোর্ডকে আগের মত পাশে পাবেন না মরগান। কারণ তাদের বিরুদ্ধে গিয়েছেন তিনি। দিনশেষে এই ব্যাপারটি তাঁকে অবশ্যই পীড়া দেবে।
আমাকে কয়েক সপ্তাহ আগে এই সফরে যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। আমার উত্তর ছিল ‘না’, কিন্তু এটা আমার বর্তমান পরিস্থিতির জন্য। যদি আমি ইংল্যান্ড দলে থাকতাম এবং অন্য সবাই সফরে যেত তাহলে আমি অবশ্যই যেতাম। এসব ব্যাপারে আপনি নিজের মনমতো সিদ্ধান্ত নিতে পারেন না। নিরাপত্তা বিষয়ক সভাগুলোতে আমিও অনেকবার অংশ নিয়েছি। সেখানে আপনাকে কী করতে হবে এটা বলা হয়, নিজের মতামত প্রকাশের সুযোগ নেই খুব একটা। বোর্ড আপনাকে বলবে, সফরে যাওয়া নিরাপদ। আর এটার মানে হচ্ছে সবাইকে যেতে হবে।
আমি বুঝতে পারছি কিছু সিনিয়র খেলোয়াড় পারিবারিক কারণে যেতে চাচ্ছেন না সফরে। তাঁরা এই ঝুঁকিটা নিতেই পারেন, কারণ আগের রেকর্ড তাঁদের পক্ষে কথা বলবে। কিন্তু তরুণ খেলোয়াড়দের কোন উপায় নেই। যেমন ধরুন অ্যালেক্স হেলস, সে যদি সফরে না যায় তাহলে তাঁর টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যাবে। অন্যরাও দলে নিজেদের জায়গা হারাতে চাইবেনা। তাই শেষ পর্যন্ত সবাই যাবে সফরে।
বাংলাদেশ সফরটা মরগানদের জন্য সহজ হবে না। তারা আমাদের ২০১১ বিশ্বকাপের সময় চট্টগ্রামে হারিয়েছিল । গতবছর অ্যাডিলেডেও আমরা তাঁদের কাছে হেরে যাই। উপমহাদেশের পিচ অনেক স্লো, তাঁদের স্পিনারদের খেলা কঠিন হবে। খেলোয়াড়দের উচিত সফরটা উপভোগ করা।