বাংলাদেশে না গেলে জায়গা হারাতে পারেন মরগানরা
ইসিবি সবুজ সংকেত দেখালেও বাংলাদেশ সফরে আসা নিয়ে ইংলিশ খেলোয়াড়দের মাঝে এখনো কিছুটা সংশয় রয়েই গেছে। ওয়ানডে দলের অধিনায়ক এউইন মরগান তো শুরু থেকেই আভাস দিচ্ছেন, সফরে যাওয়া নিয়ে তাঁর যথেষ্ট দ্বিধা আছে। এসবের মাঝে ইসিবির পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন, যারা এই সফরে যাবে না, ভবিষ্যতে দলে তাদের জায়গা অনিশ্চয়তার ভিতর পড়বে।
কিছুদিন আগেই ইসিবির নিরাপত্তা দলের প্রধান রেগ ডিকাসন ইংল্যান্ড দলের সাথে বৈঠকে বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেন। কিন্তু এরপরও মরগানসহ বেশ কিছু খেলোয়াড় সফরে যাওয়ার ব্যাপারে নিজেদের দ্বিধার কথা জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে।
এসব ব্যাপারে ইংল্যান্ডের জাতীয় একাডেমীতে আগামী শুক্রবার এবং শনিবার খেলোয়াড়দের সাথে চূড়ান্ত আলোচনায় বসবেন স্ট্রাউস। তার পরেই জানা যাবে কারা নিশ্চিতভাবে সফরে যাচ্ছেন। তবে স্ট্রাউসের বিশ্বাস শেষ পর্যন্ত সবাই সফরে যাবেন, “আমার মনে হয় নিরাপত্তা নিয়ে চিন্তার কিছু নেই। প্রত্যেক খেলোয়াড়কে আমি ব্যক্তিগত ভাবে বিষয়টা বুঝিয়ে বলবো। আমার মতে খেলোয়াড়দের উচিত নিরাপত্তার ব্যাপারে বোর্ডের সিদ্ধান্তকে সম্মান করা, এটা ভবিষ্যতে আপনার পরিষ্কার ইমেজ ধরে রাখবে। রেগ যেহেতু বলছে নিরাপত্তা নিয়ে নিয়ে কোন শঙ্কা নেই, সেহেতু কোন শঙ্কাই নেই। যদি নিজের মনের মত সিদ্ধান্ত কেউ নিতেই চায় তাহলে নিজ দায়িত্বে নিতে হবে।”
খেলোয়াড়দের নিরাপত্তা প্রতিনিধি দলের সিদ্ধান্ত মেনে নেয়ার পরামর্শ দেন স্ট্রাউস, “আমি সর্বোচ্চ চেষ্টা করব খেলোয়াড়দের রাজি করাতে। আমি তো কাউকে জোর করতে পারি না, সবার নিজের মতামত দেয়ার সুযোগ আছে। কিন্তু এই সফরে না যাওয়ার মানে হচ্ছে নিজের জায়গা অন্য একজনকে দিয়ে দেয়া। ব্যাপারটা অনেকটা ইনজুরিতে পড়ার মতো। একবার জায়গা হারালে সেটা ফিরে পাওয়া কষ্টকর। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা সবার ব্যক্তিগত ব্যাপার।”
যেখানে টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক সফরে যাচ্ছেন, সেখানে মরগানের না যাওয়াটা খুব একটা ভালো কিছু হবে না বলে আভাস দিয়ে রাখলেন স্ট্রাউস, “আমরা দুই ফরম্যাটের অধিনায়ককেই সফরে চাইব। যেকোনো দলেই অধিনায়ক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। দলের অন্যদের প্রতি তার একটা দায়িত্ব রয়েছে। তাই মরগানের না যাওয়াটা দুঃখজনক ব্যাপার হবে।”
গত অক্টোবরে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। এটা নিয়ে ইংলিশদের মাঝে আশংকা থাকলেও বর্তমানে সে অবস্থা নেই বলেই ভাবছেন স্ট্রাউস, “রেগ আমাদের সাথে বৈঠকে অস্ত্রেলিয়ার ব্যাপারটি তুলে ধরেছে। তখন হয়ত পরিস্থিতি অন্যরকম ছিল। কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে। সে নিজে গিয়েই বাংলাদেশের অবস্থা দেখে এসেছে। তাই দুশ্চিন্তার কিছুই নেই।”