কন্তে এখনই মরিনহোকে ভুলিয়ে দিয়েছেন!
গত মৌসুমে চেলসির হয়ে সময়টা একদমই ভালো কাটেনি হোসে মরিনহোর। লিগের প্রথম ১৬ ম্যাচের ৯ টিতেই হেরে যায় তার দল। খেলোয়াড়দের সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না, এরকম একটা গুঞ্জনও আছে। এবার এডেন হ্যাজার্ডের কথা থেকে আঁচ পাওয়া গেল, মরিনহোর সঙ্গে সম্পর্কটা আসলেই ভালো যাচ্ছিল না। হোসে মরিনহোর স্মৃতিটা যে এখনই ভুলে যাচ্ছেন!
খেলোয়াড়দের সাথে মরিনহোর সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। হ্যাজার্ড নিজের বক্তব্যে এসব কথাই তুলে ধরেছেন, “কন্তে দলের খেলোয়াড়দের উপর ভরসা রাখেন। তিনি মরিনহোর মতো না, গতবারের ‘ভয়ংকর’ মৌসুমের পর এখন আমরা মোটামুটি ভালো আছি!”
দলের খেলোয়াড়দের মাঝে কন্তের কোচিংয়ের প্রভাব লক্ষ্য করছেন হ্যাজার্ড, “ আমি আগের মতোই আছি, কিন্তু কন্তে জানেন কীভাবে খেলোয়াড়দের সাথে মিশতে হয়। তিনি নিজে সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন বলেই এটা সম্ভব হচ্ছে। দলের অন্য খেলোয়াড়েরাও তার ব্যবহারে অনুপ্রাণিত হচ্ছে।”
মরিনহো যুগের হতাশা পিছনে ফেলে চেলসি এবার ভালো কিছু উপহার দেবে বলেই ধারণা হ্যাজার্ডের, “কন্তে দারুণ একজন কোচ, মানুষ হিসাবেও সে অসাধারণ। প্রতি ম্যাচের আগে তিনি নতুন নতুন কৌশল বাতলে দেন আমাদের। আমি তার দলে খেলতে চাই সবসময়। এই মৌসুমে আমরা ভালো কিছু করব আশা করছি। যেহেতু চ্যাম্পিয়নস লিগে নেই আমরা, তাই ঘরোয়া লিগের ভালো কিছু করে দেখাতে হবে। এটার জন্য দলের সবাই পরিশ্রম করছে।”