• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    "গার্দিওলা বায়ার্নকে একঘেয়ে করেছেন"

    "গার্দিওলা বায়ার্নকে একঘেয়ে করেছেন"    

    প্রাপ্তির ঝুলিটা অন্যদের তুলনায় অনেক ভারী। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছেন অনেক শিরোপা। তবে ‘টিকিটাকা’ ফুটবলের জন্য মাঝেমধ্যেই পেপ গার্দিওলাকে শুনতে হয়েছে সমালোচনা। আগামী পরশু মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি। মাঠের বাইরের লড়াইয়ে ডার্বির উত্তাপটা ভালোই টের পাওয়া যাচ্ছে। সেই আগুনে ঘি ঢেলে দিলেন ইউনাইটেডের কিংবদন্তি গোলকিপার পিটার স্মাইকেল, তিনি বলেছেন গার্দিওলা খুবই ‘বিরক্তিকর’ কোচ।

    গার্দিওলার সময়ে বায়ার্ন তার স্বকীয়তা হারিয়েছে বলে মনে করেন পিটার, “ কোচ হিসাবে সে মিউনিখে মোটামুটি ধরনের ছিল। কিন্তু সে বায়ার্নের খেলার ধরনটাই বদলে দিয়েছে। দারুণ আনন্দদায়ক ফুটবল খেলা দলটিকে সে বিরক্তিকর করে তুলেছিল।”

    ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেয়ার পর প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে গার্দিওলার দল। কিন্তু ইংলিশ লিগে তাঁর সাফল্য পাওয়ার ব্যাপারে খুব একটা আশাবাদী নন সাবেক এই্ ডেনিশ গোলকিপার, “পেপ অবশ্যই গুণী একজন কোচ। তাঁর অনেক রেকর্ড আছে। কিন্তু ইংল্যান্ডে ফুটবল খেলার ধরনটা ভিন্ন। এখানে অন্য লিগের চেয়ে অনেক বেশি খেলা হয়। এমনকি মার্চে গিয়েও ১২ টি ম্যাচ থাকে! কোচদের কৌশলও থাকে ভিন্নরকম। যেমন ধরুন স্যার অ্যালেক্স আক্রমণাত্মকভাবে দলকে খেলতে বলতেন, পেপ পজিশন ধরে রাখাকেই গুরুত্ব দেয় বেশি।”

    বার্সেলোনা এবং বায়ার্নে ভাগ্যও গার্দিওলার সহায় ছিল বলে মানছেন পিটার, “ বার্সা এবং বায়ার্নে সে দারুণ দল পেয়েছিল। তাঁর সব কৌশলই কাজে দিয়েছে। কিন্তু সিটির হয়ে তিনি কতটা সফল হবেন সেটা সময়ই বলে দেবে।”