• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    'ও'ন্ট গিভ ইট ব্যাক!'

    'ও'ন্ট গিভ ইট ব্যাক!'    

    কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। সপ্তাহ দুয়েকও আর বাকি নেই। বিশ্বকাপের মতো আসরে বাংলাদেশ মানে এখনও কেবল ক্রিকেটই! দুনিয়াকে লাল-সবুজের শক্তির জায়গা জানান দেয়ার সুযোগটা যে এখানেই! দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির মাঝেও তাই বিশ্বকাপ জ্বরের উত্তাপটা বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে। বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে থেকে প্যাভিলিয়নের ক্ষণগণনায় পাঠকদেরকে মনে করিয়ে দেয়া হচ্ছে বিগত সব আসরের রোমন্থনীয় স্মৃতিগুলো। ব্যাটবলের শ্রেষ্ঠত্বের লড়াই মাঠে গড়ানোর প্রাক্কালে অংশগ্রহণকারী দলসমূহ নিয়ে  চলছে আমাদের বিশেষ আরেকটি ধারাবাহিক আয়োজন। আজ থাকছে ভারতের কথা।

     

     

    ধোনির স্মৃতির  পাতা  হতে  এখনো  হয়ত  মুছে  যায়নি  মালিঙ্গার  বলে  ছক্কা  হাকিয়ে  বিশ্বসেরা  খেতাব  অর্জন  করার  মুহূর্তটি।  আবারও  হাতছানি  দিচ্ছে  সেই  গৌরব গাঁথা  রচনা  করার। তবে  সম্ভাবনার  পালে  খুব  একটা  জোরালো  বাতাস  বইছে না।  কারণ  ভারতের  সাম্প্রতিক পারফরম্যান্স। দেশের মাটিতে দুর্দান্ত হলেও বাউন্সি উইকেটে ভারতের ব্যাটসম্যানেরা কখনোই অতটা স্বচ্ছন্দ নন। অস্ট্রেলিয়া -  নিউজিল্যান্ডের  বাউন্সি  ও  ফাস্ট  বল  নির্ভর  উইকেটে  কোহলিরা কতদূর কী করতে পারবেন সেই সংশয় থেকেই যাচ্ছে।  

     

     

    ভারতের এই দলের খোলনলচে পালটে গেছে অনেকটাই। গতবারের  অনেকেই  নেই  এবারের  ঘোষিত  হওয়া  স্কোয়াডে।  অবসরে  চলে  গেছেন  ভারতের  ব্যাটিং  লাইনের  স্তম্ভ  শচীন  টেন্ডুলকার।  নেই  যুবরাজ , গম্ভীরদের কেউ। আছে  কিছু প্রতিশ্রুতি জাগানো নতুন মুখ। ব্যাটিং  নির্ভর  ভারতীয়  দল এবারেও   মূল  দায়িত্ব  ব্যাটসম্যানদেরই   নিতে  হবে।  সেক্ষেত্রে  দলকে  সামনে  থেকে  নেতৃত্ব  দিতে  হবে  বিরাট  কোহলিকে। সহযোগী  হিসেবে  আসতে  পারে  রোহিত  শর্মা,  সুরেশ  রায়না  ও  আজিঙ্কা রাহানের  নাম।


     

    পেস নির্ভর  পিচে  প্রতিপক্ষকে  চাপে  ফেলার  জন্য  প্রয়োজন  সেরকম মানের গতিময় বোলার।  ধোনি  বাহিনীর  দুর্বলতা এইখানেই  সবচেয়ে  বেশি।  একজন  মানসম্মত  ফাস্ট বোলারের  ঘাটতি  ভোগাতে  পারে  তাদের।  অভিজ্ঞ  ইশান্ত  শর্মাকেই আক্রমণের জোয়াল বইতে হবে। মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদবরা এখনও বিদেশের মাটিতে নিজেদের সেভাবে প্রমাণ করতে পারেননি। ঘূর্ণি বলে ভরসা  রবিচন্দ্রন  অশ্বিনের  ওপর। তাকে  সঙ্গ  দিতে  প্রস্তুত  অক্ষর প্যাটেল  অথবা  রবীন্দ্র  জাদেজা।


     

    ইতিমধ্যেই   টেস্টের  খাতা  থেকে  নিজের  নাম  কাটিয়ে  নিয়েছেন ধোনি।  মোটামুটি নিশ্চিত করে বলে দেওয়া যায়,  এটাই  তাঁর  শেষ  বিশ্বকাপ। তাই,  নিজের  সেরাটা  দিয়েই  আসছে  বিশ্বকাপটি  স্মরণীয়  করে  রাখতে  চাইবেন  ভারতের  অন্যতম  সফল  এই অধিনায়ক ।

     

    ভারতীয় স্পোর্টস চ্যানেলগুলোর বিশ্বকাপ প্রচারণার থিম হিসেবে নিয়মিতই প্রতিধ্বনিত হচ্ছে 'উই ও'ন্ট গিভ ইট ব্যাক'! তবে লম্বা অস্ট্রেলিয়া সফরে এ পর্যন্ত একটিও জয়ের মুখ না দেখা টিম ইন্ডিয়ার জন্য শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখাটা যে কার্যত অসাধ্যই তা বলার অপেক্ষা রাখে না।