• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    "ইব্রার কোনো প্রেরণা দরকার নেই আজ"

    "ইব্রার কোনো প্রেরণা দরকার নেই আজ"    

    মঞ্চটা বদলে গেছে, হোসে মরিনহো এবং পেপ গার্দিওলার দ্বৈরথটা শুরু হচ্ছে নতুন করে।  আজ বিকালে ম্যানচেস্টার ডার্বিতে আবারো মুখোমুখি হচ্ছেন দুজন। ইউনাইটেডের তুরুপের তাস জ্লাতান ইব্রাহিমোভিচ খেলেছেন দুজনের অধীনেই। বার্সেলোনাতে খেলার সময় গার্দিওলার সাথে সম্পর্কটা খুব একটা ভালো ছিল না ইব্রার। বার্সা ছাড়ার পর আবারো গার্দিওলার মুখোমুখি হচ্ছেন তিনি। সেই পুরনো আগুনে ঘি ঢেলে দিলেন মরিনহো। তিনি বলেছেন, ইব্রাহিমভিচের আজকের ম্যাচের জন্য কোন অনুপ্রেরণার দরকার নেই।

     

    নিজের আত্মজীবনীতে ইব্রা বলেছিলেন, বার্সেলোনাতে খেলার সময় গার্দিওলা তার সাথে বেঈমানি করেছিলেন। পরে এসব নিয়ে মুখ খোলেন গার্দিওলা। ম্যান সিটি কোচ ইব্রার অভিযোগ নাকচ করে দিয়েছেন, “সে নিজে যেটা বিশ্বাস করেছে সেটাই বইতে লিখেছে। আমি সবসময় তার সাথে পরিষ্কার ছিলাম সব ব্যাপারেই। সে দারুণ একজন খেলোয়াড় এতে সন্দেহ নেই।

     

    এদিকে মরিনহো প্রশংসায় ভাসালেন তার দলের নতুন এই খেলোয়াড়কে, “ইব্রা চীনের টাকা বা আমরিকান ডলার চায়নি, সে টাকার জন্য খেলে না। সে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করতে চায়। তার কোন অনুপ্রেরণার দরকার নেই।” গার্দিওলার সঙ্গে লড়াইয়ের আগে সরাসরি কিছু বলেননি, তবে ইব্রাকে এই কথাটা বলে একটু যেন তাঁতিয়েই দিয়েছেন।

     

    সাবেক সতীর্থ থিয়েরি অঁরিও ভরসা রাখছেন ইব্রার ওপরেই, “সে গোল করবেই। এরকম উত্তেজনাপূর্ণ ম্যাচের জন্যই তার জন্ম এবং সে এসব ম্যাচে দারুণ খেলে।”


    বয়স তো কম হলনা। ৩৪ বছর বয়সী ইব্রার বয়সটা যে খুব একটা বাধা হবে না সেটাই জানালেন অঁরি, “সে হয়ত আগের মতো তরুণ নেই। কিন্তু তবুও তার মাঝে কিছু একটা আছে। আর এই ‘কিছু একটাই’ তার সাফল্যের চাবিকাঠি। সে যেখানেই খেলতে গিয়েছে সেখানেই ম্যাচ জিতিয়েছে, শিরোপা জিতেছে।”