• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ম্যানচেস্টার ডার্বিতে আগ্রহ নেই স্কোলসের !

    ম্যানচেস্টার ডার্বিতে আগ্রহ নেই স্কোলসের !    

    ওল্ড ট্রাফোর্ডে আজ ডার্বি ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। দুই নগর প্রতিদ্বন্দ্বীর ফুটবল লড়াই নিয়ে ফুটবল বিশ্বে চলছে মাতামাতি। অথচ ঘরের মাঠে চিরপ্রতিপক্ষ ম্যান সিটির বিপক্ষে খেলায় গ্যালারিতেই থাকবেন না ইউনাইটেড কিংবদন্তি পল স্কোলস!

     

    সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে দেখা গেছে পল স্কোলসকে। শোনা যাচ্ছে, কিংবদন্তিদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতেই সেখানে গিয়েছেন তিনি। লেবাননের ফুটবলারদের সাথে ম্যাচটিতে পল স্কোলসের সাথে আরো খেলবেন রবার্তো কার্লোস, লুইস ফিগো, মাইকেল স্যালগাদো, কার্লোস পুয়েল, ডেভিড ট্রেজেগুয়েট ও মার্কো মাতেরাজ্জির মত কিংবদন্তিরা।

     

    অবশ্য এই মৌসুমের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ দেখতে যে স্কোলস থাকবেন না, সেই আঁচ আগে থেকেই পাওয়া যাচ্ছিল।  কিছুদিন আগেই স্কোলস জানিয়েছিলেন, প্রিমিয়ার লিগের খেলা উপভোগ করেন না তিনি, “আমি স্যালফোর্ডের খেলাই বেশি উপভোগ করি। প্রিমিয়ার লিগের খেলা দেখতে গিয়ে ট্র্যাফিক জ্যামে আর মাঠে প্রবেশের ঝামেলা আমার ভালো লাগে না। স্যালফোর্ডে মাঠের পাশেই গাড়ি রেখে খেলা দেখতে পারি। তাছাড়া আমার ছেলের ক্লাব রয়টার টাউনের খেলাও ভালো লাগে। তবে সর্বোচ্চ পর্যায়ের ফুটবল দেখতে খুব একটা ইচ্ছে করে না, বিশেষ করে ইংল্যান্ডের ফুটবল।”