• বুন্দেসলিগা
  • " />

     

    টাকার বিরুদ্ধে ডর্টমুন্ড-ভক্তদের প্রতিবাদ

    টাকার বিরুদ্ধে ডর্টমুন্ড-ভক্তদের প্রতিবাদ    

    পছন্দের ক্লাবের খেলা দেখতে সাত সমুদ্র পাড়ি দিয়েও স্টেডিয়ামে ভিড় জমান দর্শকরা। অথচ একবারেই পাশের শহরে নিজেদের দলের খেলা দেখতে যাবেন না বরুসিয়া ডর্টমুন্ডের সমর্থকরা। প্রতিপক্ষ দল ‘রেড বুলস লিপযিগের’ স্পন্সর কোম্পানি ‘রেড বুলসের’ মতাদর্শের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

    আজ বিকালে লেইপজিগের মাঠে খেলতে যাবে ডর্টমুন্ড। ক্লাবের ভক্তদের একাংশ এই ম্যাচ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি, রেড বুলসের মতাদর্শ জার্মানদের নৈতিকতার সাথে মেলে না, “এই ক্লাবের স্পন্সর রেড বুলসের মতাদর্শ আমাদের আদর্শের বিরোধী। আমরা ফুটবল নিয়ে যেমনটা ভাবি, ওরা সেটার পুরোপুরি উল্টোটা ভাবে। অস্ট্রিয়ান এই বাণিজ্যিক প্রতিষ্ঠানটির আদর্শ জার্মান ফুটবলের সঙ্গে যায় না। তাই আমরা সামনের কোন ম্যাচেই টিকিট কেটে তাদের মাঠে খেলা দেখতে যাব না। দরকার হলে রেডিওতে ধারাভাষ্য শুনবো।”

    ২০০৯ সালে গঠিত লিপজিগ এবারই ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ বিভাগে খেলছে। তাদের মালিকানা কিনে নিয়েছে রেড বুলস, সেখানে খরচ করেছে ১০০ মিলিয়ন ইউরোর বেশি। জার্মান লিগে বাইরের মালিকানার দল খুবই কম। তাই এই ব্যাপারটা মেনে নিতে পারছেন না ভক্তরা। আর এজন্যই এই ক্লাবের গায়ে ‘জার্মানির সবচেয়ে ঘৃণিত ক্লাবের’ তকমা লেগে গেছে।

    তবে লুপজিগের পরিচালক রাফ রাংনিক জানিয়েছেন ম্যাচের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। ডর্টমুন্ডের সমর্থকগোষ্ঠীর এক মুখ্যপাত্র নিকোলাই মেউরার বলেছেন, “আমরা ম্যাচ বর্জন করছি না। তবে অনেকেই নিজ সিদ্ধান্তে খেলা দেখতে যাবেন না বলে শুনেছি।”