• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    আবার দেখায় হাসলেন গার্দিওলা

    আবার দেখায় হাসলেন গার্দিওলা    

    প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রাখল গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে রেড ডেভিলদের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানেই থাকল সিটিজেনরা। কেভিন ডি ব্রুইনা আর ইয়েনাচোর গোলে ম্যানচেস্টার ইউনাইটেদের বিপক্ষে তাঁদের জয়টা ২-১ গোলের। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ব্যবধান কমিয়েছিলেন ইব্রাহিমোভিচ।

    ম্যাচের সবগুলো গোলই প্রথমার্ধে হলেও, পুরো ম্যাচই ছিল উত্তেজনায় ঠাসা। শুরু থেকেই অবশ্য খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় সিটিজেনরা। সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডারদের ভুলের মহড়াও চলতে থাকে। সেই সুযোগে মাত্র ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইনা। চেলসিতে থাকতে এই ড্রি ব্রুইনাকেই দল থেকে ছাঁটাই করেছিলেন মরিনহো।



    এক গোলে পিছিয়ে থাকার পরও খুব একটা সুবিধা করতে পারছিল না মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। উল্টো ৩৬ মিনিটে কুন আগুয়েরোর জায়গায় খেলতে নামা ইয়েনাচোর গোলে ঘরের মাঠে দুই গোলে পিছিয়ে পড়ে রেড ডেভিলরা। তখনই মনে হচ্ছিল একচ্ছত্র আধিপত্য দেখিয়ে ম্যাচটা নিজেদের করে নেবে ম্যানচেস্টার সিটি। তবে প্রথমার্ধ শেষের তিন মিনিট বাকি থাকতে গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন ইব্রাহিমোভিচ।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই হেনরিক মিখতিরিয়ান আর লিনগার্ডকে উঠিয়ে নিয়ে হেরেরা আর র‍্যাশফোর্ডকে মাঠে নামান মরিনহো। র‍্যাশফোর্ডের নেয়া শট ইব্রাহিমোভিচের গায়ে লেগে জালে জড়ালেও অফসাইডের ফাঁদে নিষিদ্ধ হয় গোলটি। শেষ দিকে একজন ডিফেন্ডার বসিয়ে ফরোয়ার্ড মারশিয়ালকে নামিয়েও আর গোলের দেখা পাননি। অন্যদিকে নলিতো, ডি ব্রুইনারাও বেশ কয়েকবার চেষ্টা করলেও জয়ের ব্যবধান বাড়াতে পারেননি। কখনও বাধা হয়ে দাঁড়িয়েছে গোল পোস্ট আবার কখনও ডি গিয়া।

    অন্যদিকে ম্যানচেস্টার সিটির গোলবারের নিচে এদিনই অভিষেক হয় ক্লদিও ব্রাভোর। শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি চিলিয়ান গোলরক্ষকের। ব্রাভোর দুর্বলতার সুযোগে বেশ কয়েকবার ম্যাচে সমতা আনতে পারত ম্যানচেস্টার ইউনাইটেড। 

    টানা চার ম্যাচ জয়ে ম্যানচেস্টার সিটি শুধু শীর্ষস্থানই ঘরে রাখেনি, গার্দিওলাও ছুঁয়েছেন এক মাইলফক! যেখানে আগে থেকেই ছিলেন মরিনহো। প্রিমিয়ার লিগে মরিনহো, হিডিংক, আনচেলত্তির পর চতুর্থ ম্যানেজার হিসেবে প্রথম চার ম্যাচেই জয়ের রেকর্ড গড়েছেন তিনি।