লেস্টারকে উড়িয়ে দিল লিভারপুল
চ্যাম্পিয়নদের হারানো লিভারপুলের পুরনো অভ্যাস। এখন পর্যন্ত সবচেয়ে বেশি বার শিরোপাধারীদের হারিয়েছে লিভারপুলই। তবে আজ লেস্টার সিটিকে শুধু হারালোই না, উড়িয়েই দিল। ৪-১ গোলের জয়ে শিরোপার দাবিটাও বেশ ভালোভাবে জানিয়ে রেখেছে ইয়ুর্গেন ক্লপের দল।
পুরো ম্যাচে লিভারপুলের প্রেসিংয়ের সামনে খাবি খেয়েছে লেস্টার। প্রথম গোলটা পাওয়ার জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লিভারপুলকে। ১৩ মিনিটেই মেকশিফট লেফটব্যাক জেমস মিলনারের পাস থেকে দারুণ এক কাট ইনে গোল করে এগিয়ে দেন রবার্তো ফিরমিনো। দ্বিতীয় গোলটা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে ৩১ মিনিট পর্যন্ত। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা সাদিও মানে স্টারিজের কাছ থেকে বল পেয়ে আলতো এক লবে বল জড়িয়ে দিয়েছেন জালে। লেস্টার যখন একেবারেই অসহায়, তাদেরকে হঠাৎ করেই গোল উপহার দেন লিভারপুলের লুকাস। ভুল পাস থেকে পাওয়া সহজ সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি জেমি ভার্ডি।
দ্বিতীয়ার্ধে লেস্টার ম্যাচে ফেরার চেষ্টা করে, ভার্ডিও গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি। বরং লিভারপুলের হাতেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল। আগের সপ্তাহে ইংল্যান্ডের সঙ্গে গোলের পর আজ আবার জাল খুঁজে পেয়েছেন অ্যাডাম লালানা। লিভারপুল ৫৬ মিনিটেই এগিয়ে গেছে ৩-১ গোলে। ম্যাচের একদম শেষ দিকে লেস্টার গোলরক্ষক কাসপার স্মাইকেলের ভুলে চতুর্থ গোল পায় লিভারপুল, ফিরমিনো পেয়েছেন ম্যাচে নিজের দ্বিতীয় গোল।
এই জয়ের পর চার ম্যাচে লিভারপুলের পয়েন্ট সাত, আর সমান ম্যাচে লেস্টারের পয়েন্ট মাত্র ৪। গত বারের চ্যাম্পিয়নরা এর মধ্যেই হেরে গেছে দুইটি ম্যাচে।