• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    লিভারপুলের দৈত্যবধ চলছেই

    লিভারপুলের দৈত্যবধ চলছেই    

    'বিগ ম্যাচে' লিভারপুলের ভালো করার রীতিটা বজায় থাকল স্ট্যামফোর্ড ব্রিজেও। চেলসিকে ২-১ গোলে হারিয়েছে তারা। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকার পর ৬২ মিনিটে ডিয়েগো কস্তার গোল কেবল ব্যবধানই কমাতে পেরেছে। লিভারপুলের হয়ে গোল করেছেন লভরেন ও হেন্ডেরসন।

    'হোম ম্যাচ' হওয়ায় এই ম্যাচের আগে ফেভারিট তকমাটা ছিল চেলসির সাথেই। সাথে লিভারপুলের অধারাবাহিক পারফরম্যান্স ক্লপের দলকে কিছুটা পিছিয়ে দিয়েছিল কাগজে কলমে। তবে মাঠের খেলায় আন্তোনিও কন্তের দলের চেয়ে ভালো খেলা দেখিয়েই জয় ছিনিয়ে নিয়েছে রেডরা। চেলসির দায়িত্ব নেবার পর এটিই কন্তের প্রথম হার। টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার পর ঘরের মাঠে এই প্রথম হারলেন ইতালিয়ান এই কোচ। 



    প্রথম থেকেই চেলসির ওপর কিছুটা চাপ প্রয়োগ করে খেলার চেষ্টা করে লিভারপুল। ১৭ মিনিটে গোল করে লিভারপুলকে আনন্দের উপলক্ষ্য এনে দেন লভরেন। লিগে ৬৪ ম্যাচ পর গোলের দেখা পেলেন এই ডিফেন্ডার। সেই ধাক্কা সামনে ওঠার আগেই ম্যাচে আবারও গোল খেয়ে বসে চেলসি। লিভারপুল অধিনায়কের ৩০ গজ দূর থেকে নেয়া কিক চেলসি গোলরক্ষক কর্তোয়াকে পরাস্থ করে জালে জড়ালে দুই গোলের লিড পায় ক্লপের দল।

    দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ব্যবধান কমান ডিয়েগো কস্তা। এরপর সমতায় ফেরার চেষ্টা চালিয়ে গেলেও ব্যর্থ হয়েই ফিরতে হয় চেলসিকে।

    পুরো ম্যাচে দু'দলের ডিফেন্সের ভগ্ন দশাই ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে চেলসি ডিফেন্সের একাধিক ভুলের কারনে ম্যাচে শুরু থেকেই চাপে ছিল চেলসি। নিজেদের স্বভাবসুলভ খেলার চেয়ে বরং লিভারপুলের আক্রমণ সামলাতেই হিমশিম খেতে হয় কন্তের দলকে। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর কস্তার গোল আশা দেখালেও তাই খালি হাতেই ফিরতে হয় চেলসিকে।