মেসির পরেই কেভিন ডি ব্রুইন
নিজের কোচিং ক্যারিয়ারে শিষ্য হিসাবে পেয়েছেন দারুণ কিছু খেলোয়াড়কে। বার্সেলোনার মেসি, জাভি, ইনিয়েস্তা; বায়ার্নের রোবেন, মুলার সবাই পেপ গার্দিওলার অধীনে নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছেন। এই মৌসুমে ম্যানচেস্টার সিটিতে এসেছেন পেপ। এবার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুয়েনকে মেসির সাথে একই তালিকায় রাখার কথা বললেন তিনি।
সিটির হয়ে কেডিবির ৪৮ টি ম্যাচ খেলা হয়ে গেছে, গোল করেছেন ১৮ টি, অ্যাসিস্টও আছে ১৬ টি। এই মৌসুমে সিটি সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৮টি ম্যাচ জিতেছে, কেডিবি ছিলেন অনেকগুলোরই নেপথ্য কারিগর। সপ্তাহখানেক আগে হয়ে যাওয়া ম্যানচেস্টার ডার্বিতে দারুণ খেলেছিলেন কেভিন, গোলও এসেছে তাঁর পা থেকে। এই তরুণের প্রশংসায় তাই পঞ্চমুখ গার্দিওলা, “মেসিই সেরা এতে কোন সন্দেহ নেই। কিন্তু মেসির পরেই কেভিনকে রাখব আমি। সে দারুণ একজন খেলোয়াড়। পায়ে বল থাকুক অথবা না থাকুক, সে মাঠের সবকিছুই পর্যবেক্ষণ করে দারুণভাবে।”
গতকাল বোর্নমাউথকে ৪-০ গোলে হারিয়েছে সিটি, ২৫ বছর বয়সী এই বেলজিয়াম গোল করেছেন এই ম্যাচেও। দলের জয় এনে দেয়ার সাথে সাথে ব্যক্তিগত পুরষ্কারের দিকেও এগিয়ে যাবেন কেভিন, এটাই আশা গার্দিওলার, “সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এটা বড় মাপের খেলোয়াড়ের লক্ষণ। সেরা হতে হলে আপনাকে ট্রফি জিততে হবে। দলীয় এবং ব্যক্তিগত উভয় ট্রফিই পেতে হয় এটার জন্য। সে ভবিষ্যতে এগুলো জিতবে অবশ্যই!”
ব্যক্তিগত জীবনকে খুব একটা সামনে আনেন না কেভিন, জানালেন গার্দিওলা, “আমি তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব একটা জানি না। এটা জানি যে সে পরিবারে সাথে সময় কাটাতে পছন্দ করে। ম্যাচের আগে সে তো খুবই নির্ভার থাকে। সে এই সময়ের অন্যতম সেরা একজন খেলোয়াড়। আমরা তাকে পেয়ে গর্বিত।”