ধর্মপালনের জন্য ২৪ বছরেই অবসর!
কত কারণেই তো অবসর নেন খেলোয়াড়রা। কেউ বয়সের জন্য, কেউ হয়ত ইনজুরিতে পড়ে, কেউ পারিবারিক কারণে। কেউবা বিষণ্ণতার জন্য খেলা থেকে দূরে সরে যান। কিন্তু শেফিল্ড ওয়েনেসডের জেরেমি হেলেন যা করলেন সেটা একটু অদ্ভুতই বলা যায়। মাত্র ২৪ বছর বয়সে ফুটবল থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন এই ফরাসি মুসলিম খেলোয়াড়। ধর্মকর্মে আরও বেশি মনোযোগ দেয়ার জন্যই নাকি তাঁর এই সিদ্ধান্ত!
গতকাল এই সিদ্ধান্ত জানানোর পর সংবাদ মাধ্যমগুলো বহুবার তাঁর সাথে কথা বোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে ক্লাবের একটি সূত্র জানায়, “ তাঁর অবসরের ব্যাপারটি নিয়ে ক্লাবের সবখানেই আলোচনা হচ্ছে। সে গত সপ্তাহেই এই ব্যাপারে আমাদেরকে জানিয়েছিল। সে সৌদি আরবে গিয়ে ধর্মের কাজে মনোনিবেশ করতে চায়। সে শেফিল্ডের একটি মসজিদের সাথে অনেকদিন ধরেই যুক্ত আছে। তাঁর এই সিদ্ধান্তে ক্লাব বিস্মিত, তাঁর সাথে বিস্তারিত আলোচনা চলছে। অনেকেই তাঁকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহবান জানিয়েছেন।”
ফ্রান্সের অনূর্ধ্ব ১৯ দলে খেলা হেলেনকে বলা হত ‘নতুন এভরা’। মাত্র ১৬ বছর বয়সে বিতর্কিত এক ট্রান্সফারে রেনে থেকে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান তিনি। রেনের সাথে চুক্তি শেষ হওয়ার আগেই সিটিতে আসায় এক মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছিলেন হেলেন।
তবে সিটিতে বেশিদিন থাকা হয়নি, খেলেছেন মাত্র একটি ম্যাচ। এরপর কারলাইল ইউনাইটেড, শ্রসবেরি টাউন ঘুরে থিতু হয়েছিলেন শেফিল্ড ওয়েনেসডেতে। ২০১৩ তে এখানে যোগ দিয়ে খেলেছেন ১৪৫ টি ম্যাচ। গত মৌসুমে উল্ভারহ্যাম্পটন ওয়ান্ডারাসে লোনে খেলে চ্যাম্পিয়নশিপের প্লে-অফের আগে আবারো নিজের ক্লাবের ফেরত আসেন তিনি। এই মৌসুমে মাত্র একটি ম্যাচ খেলেছেন। এই মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবের সাথে চুক্তি বাকি আছে তাঁর।