শিশুদের বদলে মাঠে এসেছিলেন বুড়োরা
ফুটবল ম্যাচ শুরু আগে শিশুদের নিয়ে মাঠে ঢোকা এখন অলিখিত একটা রীতিই হয়ে গেছে। তবে গতকাল সুইডিশ লিগের আলমান্না ইডরোটসক্লুব্বেন ( এআইকে) এবং গেফলে আইএফ এর ম্যাচে দেখা গেল অন্যরকম এক দৃশ্য। খেলোয়াড়দের সাথে মাসকট হিসাবে মাঠে প্রবেশ করেছেন বৃদ্ধ ভক্তরা। ক্লাবটির ‘হারানো প্রজন্ম’কে নতুনভাবে সবার সামনে আনতেই এই প্রচেষ্টা।
সবার প্রথমে মাঠে প্রবেশ করেন ৮৬ বছর বয়সী লেনার্ট ইয়োহানসন, যিনি ১৯৯০ থেকে ২০০৭ পর্যন্ত উয়েফার সভাপতি ছিলেন। বর্তমানে ক্লাবটির ‘সম্মানসূচক প্রেসিডেন্ট’ হিসাবে দায়িত্ব পালন করছেন। এরপর উভয় দলের খেলোয়াড়দের হাত ধরে একে একে মাঠে আসতে থাকেন ক্লাবের সবচেয়ে পুরনো এই ভক্তরা। সবার গলায় ঝুলানো ছিল নিজ ক্লাবের মাফলার। স্টকহোমের ফ্রেন্ডস আরিনাতে উপস্থিত দর্শক তুমুল করতালির মাধ্যমে তাদের স্বাগত জানায়।
স্বভাবতই ব্যাপারটায় খুবই উজ্জীবিত হয়েছিলেন এই বুড়োবুড়িরা। ছবি তোলা, একে অন্যের সাথে হাত মেলানো, দর্শকদের দিকে হাত নাড়া, সবই করেছেন তাঁরা। এতে ম্যাচ শুরু হতে অবশ্য কিছুটা দেরি হয়েছে। তবে দর্শকরা নিশ্চয় তাতে “বিরক্ত” হননি!
স্টেডিয়ামে উপস্থিত অন্য বয়স্ক ভক্তদের জন্যও টিকেটের বিশেষ ছাড় দেয়া হয়েছিল। বৃদ্ধাশ্রম থেকে মাঠে আসার জন্য বাসের ব্যবস্থাও করেছিল কর্তৃপক্ষ। ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মিকায়েল আহলেরুপ বলেন, “আমাদের ক্লাবটিতে সুইডেনের সবচেয়ে পুরনো কিছু ভক্ত আছে। কিন্তু তবুও মাঝে মাঝে মনে হত আমাদের স্টেডিয়ামে কী যেন একটা নেই! একটি পরিবারে যুবক এবং বৃদ্ধ সবাইকেই দরকার। আজকে আমরা বৃদ্ধদের মাঠে আমন্ত্রণ জানিয়ে আমাদের পরিবারকে পূর্ণ করেছি। আমি এই দারুণ ক্লাবটির সদস্য হতে পেরে গর্বিত।”