"নিজেকে রাজা ভাবা শুরু করেছেন গার্দিওলা"
গার্দিওলার সাথে তোরের এজেন্টের কথার লড়াইটা নাটকীয় মোড় নিচ্ছে ক্ষণে ক্ষণেই। ইয়াইয়া তোরের এজেন্ট দিমিত্রি সেলুককে ক্ষমা চাওয়ার আহ্বান জানানোর কয়েক ঘন্টার মাঝেই জবাব পেয়ে গেছেন গার্দিওলাও। স্প্যানিশ ম্যানেজারকে সেলুক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ক্ষমা চাইবেন না তিনি।
আরও পড়ুন : এজেন্ট ক্ষমা না চাইলে খেলতে পারবেন না তোরে
ক্ষমা চাওয়ার কথা উড়িয়ে দিয়ে উল্টো গার্দিওলার কাঁধেই নতুন করে দোষের বোঝা চাপিয়ে দিয়েছেন তোরের স্প্যানিশ এজেন্ট সেলুক। ইংল্যান্ডে এসে টানা ৮ ম্যাচ জিতে গার্দিওলা নিজেকে 'রাজা' ভাবা শুরু করে বলেছেন বলেও টিপ্পনি কেটেছেন তিনি।
গত সপ্তাহেই গার্দিওলা সম্পর্কে মন্তব্য করার পর এবার যেন মুখে আর কোনো লাগামই রাখলেন না সেলুক। নিজের ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা একেবারেই অবান্তর বলে উড়িয়ে দিয়ে বলেছেন উল্টো প্রশ্ন করেছেন। "কেন ক্ষমা চাইবো আমি? আমিও ইউরোপে থাকি। গার্দিওলার কোনো কিছু ভালো না লাগলে আমি মন্তব্য করতেই পারি। সে আমাকে ঠেকাবার কে?" - এভাবেই স্কাই স্পোর্টসের কাছে চাঁচাছোলা জবাব দিয়েছেন সেলুক।
মজার ব্যাপার হল এখানেও থামেননি তোরের এজেন্ট। ক্ষমা চাইতে হলে নাকি গার্দিওলাকেই আগে চাইতে হবে। ম্যানুয়েল পেলেগ্রিনির জায়গায় নিজেকে বসিয়ে নাকি 'ভদ্রলোকের' পরিচয় দেননি পেপ! এমনটাই দাবি এই এজেন্টের। "পেলেগ্রিনি গত বছরের শেষের দিকে নতুন চুক্তি সই করলো সিটির সাথে। এরপরই পেপ পেলেগ্রিনিকে হটিয়ে নিজেই বসে গেলেন সেই চেয়ারে। যদি গার্দিওলা নিজে পেলেগ্রিনির কাছে আগে ক্ষমা চান, তবেই আমি নিজের কাজের জন্য দুঃখ প্রকাশ করতে পারি!"।
জো হার্টকে বিদায় করে দেয়ার জন্যও তিনি গার্দিওলাকেই দুষছেন, "গার্দিওলার উচিত জো হার্টের জন্যও ক্ষমা চাওয়া। নতুন এক দেশে কাজ করতে এসে সে দেশের খেলোয়াড়কে সম্মান দেয়া উচিত। পেপ সেটা করেনি। হার্ট আর তোরে যখন সিটিতে এসেছিল, তখন চ্যাম্পিয়নস লিগে খেলতে পারাই ম্যানচেস্টারের ক্লাবটির কাছে বিশাল কিছু ছিল। এমন খেলোয়াড়কে দল থেকে বিদায় করে দেয়ার জন্য গার্দিওলার উচিত ক্ষমা চাওয়া"।
এরপর আরেকটা খোঁচাও মেরেছেন সেলুক, "আমি র্যানিয়েরির মতো ম্যানেজারকে সম্মান করি। যে প্রচুর টাকা খরচ না করেই দলের জন্য শিরোপা নিয়ে আসতে পারেন।"