• " />

     

    কামড়ে নিষিদ্ধ "রাগবির সুয়ারেজ"

    কামড়ে নিষিদ্ধ "রাগবির সুয়ারেজ"    

    দুই বছর আগে বিশ্বকাপে লুইস সুয়ারেজের কামড়কাণ্ড তোলপাড় ফেলে দিয়েছিল। ডিয়েগো কস্তার বিরুদ্ধেও উঠেছিল একই অভিযোগ। এবার প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড় দেয়ার জন্য ১৩ সপ্তাহ নিষিদ্ধ হলেন সারাসেন্সের রাগবি খেলোয়াড় ক্রিস অ্যাশটন। গত ১৭ সেপ্টেম্বর নর্দাম্পটনের বিপক্ষে ম্যাচে অ্যালেক্স ওয়ালারকে কামড় দেয়ার অভিযোগে এই শাস্তি দেয়া হয় তাঁকে।

    আদালতে প্রায় ৬ ঘণ্টা শুনানি শেষে ২৯ বছর বয়সী এই ইংলিশ জাতীয় দলের খেলোয়াড়কে দোষী সাব্যস্ত করা হয়। বিচারক প্যানেলের পরিচালক ফিলিপ ইভানস বলেন, “ সব তথ্য প্রমাণের ভিত্তিতে এটা প্রমাণিত হয়েছে যে, অ্যালেক্স ওয়ালার যখন ক্রিস অ্যাশটনকে সরিয়ে দিতে চাচ্ছিলেন তখনই সে তার হাতে কামড় বসায়।”

    এরকম অভিযোগ প্রমাণিত হলে সাধারণত ১২ থেকে ২০৮ সপ্তাহ পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়ার বিধান রয়েছে। অ্যাশটনের শাস্তিটা অতটা গুরুতর নয় বলে নিষেধাজ্ঞা কম হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর অপরাধের জন্য সেটি বেড়ে গেছে। এ বছরের শুরুতেই তিনি ১০ সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছিলেন প্রতিপক্ষের খেলোয়াড়ের চোখে আঘাত করে। আগামী ১৯ ডিসেম্বর আবারো মাঠে নামতে পারবেন তিনি।