• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ফন গালের ওপর দোষ চাপাচ্ছেন মরিনহো

    ফন গালের ওপর দোষ চাপাচ্ছেন মরিনহো    

    স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায় নেয়ার পর ডেভিড ময়েস এবং লুই ফন গালের কেউই ওল্ড ট্রাফোর্ডের দর্শকের মন ভরাতে পারেনি। এবার ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো কোচ হিসাবে নিয়োগ পাওয়ার পর নতুন করে আশায় বুক বেধেছিলেন ইউনাইটেড ভক্তরা। ইব্রাহিমোভিচ এবং পগবার দলে অন্তর্ভুক্তি প্রত্যাশার পারদকে বাড়িয়ে দিয়েছিল কয়েকগুণ। কিন্তু শুরুটা ভালো হলেও হঠাৎ করেই যেন পথ হারিয়েছেন মরিনহো। টানা ৩ ম্যাচ হেরে চতুর্দিক থেকে সমালোচনার তীরে বিদ্ধ  হচ্ছেন ইউনাইটেডের নতুন কোচ। কিছুদিন আগে রেফারির কাঁধে চাপিয়েছিলেন হারের দায়ভার, এবার সাবেক কোচ ফন গালকে দুষলেন এই পর্তুগিজ।

    দায়িত্ব নিয়েই মরিনহো বলেছিলেন তাঁর দল ফল গালের মতো হবে না, “ আমার আর ফন গালের দল ভিন্নরকম হবে। একই স্কোয়াডে ভিন্ন কাঠামো আনা একটু কষ্টকর। এর চেয়ে ২০ জনের নতুন একটি দল পেলে একদম শূন্য থেকে শুরু করতে পারতাম।” ফুলব্যাকদের  সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ দেন তিনি, যা ফন গালের দলে খুব একটা দেখা যেত না। তাই ফন গালের ম্যাড়ম্যাড়ে ধরন ঝেড়ে ফেলে আবারো আক্রমণাত্মক ম্যানইউকে ফিরিয়ে আনার ব্যাপারেই আশাবাদী ছিলেন সবাই।

    কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি স্পেশাল ওয়ান। তিন ম্যাচে টানা পরাজয়ের পর ফন গালের ঘাড়েই দোষটা চাপাচ্ছেন। ডেইলি মিররের মতে, মরিনহো মনে করেন দলের খেলোয়াড়রা এখনো ফন গালের কোচিংয়ের প্রভাব কাটিয়ে উঠতে পারেনি। খেলোয়াড়দের নিজের ব্যাপারে নতুনভাবে ভাবার পরামর্শও দিচ্ছেন মরিনহো।

    ডেইলি টেলিগ্রাফের সূত্রে জানা যায়, ওয়াটফোর্ডের সাথে ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলের ডিফেন্ডার লুক শর সমালোচনা করেছেন। তাঁর এই ব্যবহারে দলের অন্যরাও খুব অবাক হয়েছেন, তাদের আত্মবিশ্বাসেও আঘাত পড়েছে। তবে ক্লাব কর্তৃপক্ষ তাঁকে শতভাগ সমর্থন দিয়ে যাচ্ছে বলে জানাচ্ছে গার্ডিয়ান এবং দা সান পত্রিকা।

    টেলিগ্রাফ জানাচ্ছে, দলের সিনিয়র বেশ কয়েকজন খেলোয়াড় মরিনহোর ওপর ঠিক সন্তুষ্ট নন। কিন্তু দলের ভিতরের খবর কিভাবে জনসম্মুখে চলে আসছে সেটা নিয়ে অবাক সাবেক ইউনাইটেড ফুটবলার গ্যারি নেভিল, “একটি খারাপ সপ্তাহের পরেই ভিতরের খবর ফাঁস হয়ে গেল! সত্যিই লজ্জার ব্যাপার।”

    জয়ের ধারায় ফেরার সুযোগ আজ রাতেই পাচ্ছেন মরিনহো। লিগ কাপের তৃতীয় রাউন্ডে নর্দাম্পটন টাউনের মুখোমুখি হবে তাঁর দল। ইংলিশ পত্রিকা দা সান জানাচ্ছে, আগামী শনিবার লেস্টারের বিপক্ষে ম্যাচে বাদ পড়তে পারেন অধিনায়ক ওয়েন রুনি।