আবার দেখা মরিনহো-গার্দিওলার
সমালোচকদের জবাবটা দারুণভাবেই দিলেন স্পেশাল ওয়ান। টানা ৩ ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরেছে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে নর্দাম্পটন টাউনকে ৩-১ গোলে হারিয়েছে তারা। এদিকে নিজেদের জয়রথ অব্যাহত রেখেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি, সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়েছে তাঁর দল।তবে দুই দলেরই দেখা হয়ে যাচ্ছে আবার, চতুর্থ রাউন্ডে মুখোমুখি হচ্ছে ইউনাইটেড ও সিটি।
নর্দাম্পটনের বিপক্ষে ম্যাচের ৫ মিনিটের মাথায় সুযোগ মিস করেন অধিনায়ক ওয়েইন রুনি। এরপর ১৭ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন মাইকেল ক্যারিক। ৩০ মিনিটে রুনির হেড জালে জড়ালেও তা অফসাইডের জন্য বাতিল হয়। ৪২ মিনিটে পেনাল্টিতে গোল করে নর্দাম্পটনকে সমতায় ফেরান অ্যালেক্স রেভেল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়াতে থাকে ইউনাইটেড। ৬৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন অ্যান্দার হেরেরা। এরপর ৭৫ মিনিটে গোলকিপারের ভুলের সুযোগটা লুফে নেন মার্কাস র্যাশফোর্ড, তাঁর গোলে ৩-১ এ এগিয়ে যায় রেড ডেভিলসরা। ম্যাচে আর কোন গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়েন মরিনহো।
মৌসুমের সবগুলো ম্যাচ জিতে ফুরফুরে মেজাজেই মাঠে নেমেছিলেন গার্দিওলা। তবে নিজেদের মাঠে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যেতে পারতো সোয়ানসি সিটি, গোলকিপার ক্যাবালেরোর ভুল পাসে গোল করতে ব্যর্থ হন বোরজা গঞ্জালেজ। প্রথমার্ধে কোন দলি গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন গায়েল ক্লিসি, তাঁর শট ডিফেন্ডার নরদফেল্ডের গায়ে লেগে জালে প্রবেশ করে। এরপর ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স গার্সিয়া। ম্যাচের শেষ মুহূর্তে সোয়ানসির হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন গিলফি সিগার্ডসন।