• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    জোড়া গোলে ফিরলেন বালোতেল্লি

    জোড়া গোলে ফিরলেন বালোতেল্লি    

    ছিলেন সময়ের অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলার। কিন্তু মাঠের ভিতরে-বাইরে নিজের খামখেয়ালিপনার জন্য হারিয়েছেন সবকিছুই। অবস্থাটা এমন হয়েছিল যে , মৌসুমের শুরুতে কোন ক্লাবই দলে নিতে চাইছিলনা তাঁকে। শেষমেস ফরাসি ক্লাব নিসে যোগ দেন এই ইতালিয়ান। সেখানে নিজের প্রথম দুই ম্যাচেই করেছেন জোড়া গোল। একটু একটু করে আবারো পুরনো দিনের কথাই মনে করিয়ে দিচ্ছেন।

    লুমেজেনে নিজের ক্যারিয়ারের যাত্রা শুরু করা এই স্ট্রাইকার খেলেছেন ইন্টার মিলান, এসি মিলান, ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের মতো নামিদামি ক্লাবে। তবে লিভারপুল থেকে বিদায়টা খুব একটা সুখের হয়নি। এমনকি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বালোতেল্লি জানিয়েছেন লিভারপুলে যোগ দেয়া ছিল তাঁর জীবনের সেরা ভুল। ফ্রি ট্রান্সফারের মাধ্যমে এই মৌসুমে নিসে চলে আসেন তিনি।

    ফ্রেঞ্চ লিগ ওয়ানের প্রথম ম্যাচে মার্সেইয়ের সাথে করেন ২ গোল। ম্যাচ শেষে বলেছিলেন, ব্যালন ডি অর জেতার ক্ষমতা এখনো আছে তাঁর। কিন্তু এই সপ্তাহে এর পরের ম্যাচেই আবার নিস কোচ বসিয়ে রাখেন বালোতেল্লি। তাঁর কথা, বালোতেল্লি তখনো খেলার মতো “ফিট” নেই। কিন্তু কাল নিজের দ্বিতীয় ম্যাচে মোনাকোর সাথে জোড়া গোল করেছেন। এর মধ্যে একটি অনেক দিনই মনে রাখার মতো। এই দুই জয়ে নিস উঠে গেছে লিগ তালিকার শীর্ষে। ফ্রেঞ্চ লিগে একমাত্র দল হিসাবে এখনো অপরাজিত।